Tuesday, September 4, 2018

বই নিয়ে নয় লেখাটি, তবুও..... (১৮) - আরিফ আজাদ



উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুব অভিমান করতেন, তখন তিনি রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সময় তাঁকে (সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম) উল্লেখ করে বলতেন- 'ইব্রাহীমের রবের কসম করে বলছি'।

আবার, যখন আম্মাজান আয়িশা রাদিয়াল্লাহু আনহার অভিমান প্রশমিত হতো, তখন বলতেন- 'মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়ালসাল্লামের রবের কসম করে বলছি......'

মা আয়িশা রাদিয়াল্লাহু আনহার এই অভিমানের ব্যাপারটা মুহাম্মাদুর রাসূল সাল্লাললাহু আলাহি ওয়াসাল্লাম ধরতে পেরেছিলেন। তিনি একদিন মা আয়িশাকে ডেকে বললেন, - 'আয়িশা, আমি বুঝতে পারি তুমি কখন আমার উপর অভিমান করো'।

আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেন, - 'কিভাবে?'

রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,- তুমি যখন আমার উপরে অভিমান করো, তখন বলো- ইব্রাহীমের রবের কসম!

আবার যখন তোমার অভিমান প্রশমিত হয়, তখন বলো- মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম!

রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে এতোটাই জীবনঘনিষ্ঠ ছিলেন। তিনি স্ত্রীদের কথার ধরণ থেকেই তাদের মন বুঝতে পারতেন। সুতরাং, স্ত্রীদের মন বুঝুন। বোঝার চেষ্টা করুন। তাদের অভিমানকে পাত্তা দিন। আমলে নিন। গুরুত্ব দিন। ভালোবাসা বেড়ে যাবে।



No comments:

Post a Comment