Tuesday, September 4, 2018

তাহাজ্জুদ - আরিফ আজাদ



একজন তালিবুল ইলম একবার ইমাম আহমাদ ইবন হাম্বল রাহিমাহুল্লাহুর ঘরে এলো। রাত হয়ে যাওয়াতে সে ইমামের ঘরে অবস্থান করলো এবং ইমাম আহমাদ রাহিমাহুল্লাহু তার থাকার ব্যবস্থা করলেন। শুয়ে পড়ার আগে ইমাম আহমাদ পানিভর্তি একটি পাত্র ওই তালিবুল ইলমের রুমে রেখে আসলেন যাতে সে শেষ রাত্রিতে উঠে এই পানি দিয়ে ওযূ করে তাহাজ্জুদ পড়তে পারে।

ফযরে ইমাম আহমাদ রাহিমাহুল্লাহু তার রুমে এসে দেখলেন, পানির পাত্রে পানি যা ছিলো, তাই আছে। ব্যবহার হয়নি। এটা দেখে ইমাম আহমাদ রাহিমাহুল্লাহু বলে উঠলেনঃ

'সুবহানআল্লাহ! একজন তালিবুল ইলম, অথচ রাতে সে তাহাজ্জুদ পড়েনি'।


এই কথাটার ব্যাপক গুরুত্ব। যারা ইলম (জ্ঞান) অর্জন করতে চায়, তাদের জন্য রাতের শেষ অংশে রয়েছে ব্যাপক নিয়ামত। এই সময়টুকুতে সে তাহাজ্জুদে দাঁড়িয়ে রবের দরবারে কান্না করবে। উপকারি জ্ঞান দানের জন্য প্রার্থনা করবে। জ্ঞানার্জনের জন্য সকল রাস্তা যাতে সহজ হয়ে যায়, সে আকুলতা পেশ করবে। শুধু কিতাবের পর কিতাব পড়লে, দারসের পর দারস শুনলে হবে না। ইলমে বারাকাহ লাভের জন্য আল্লাহর সাথে একান্ত সম্পর্কও গড়ে তুলতে হবে। আর এটা কেবলমাত্র সম্ভব তাহাজ্জুদে। তাই, তালিবুল ইলমদের জন্য তাহাজ্জুদ হলো এক বিরাট সুযোগ!

[ পুরো ঘটনা জানিনা। সম্ভবত ওই তালিবুল ইলমের ইশার ওযূ ছিলো বলে তাকে আলাদাভাবে ওযূ করতে হয়নি। কিন্তু, ইমাম আহমাদের কথাটুকু থেকে তাহাজ্জুদের প্রতি গুরুত্ব অনুমেয়। এটি ইমাম যাহাবীর 'সিয়ারু আলামী'ন নুবালা' বই থেকে নেওয়া ]

No comments:

Post a Comment