Sunday, September 2, 2018

"প্রত্যাবর্তন" বই রিভিউ - নুসরাত জাহান


#প্রত্যাবর্তন

ছোট থেকে ইসলামিক পরিবারে বড় হওয়া দ্বীনি ভাই-বোনের চেয়েও,জেনারেল পরিবার থেকে ওঠে আসা দ্বীনি ভাই-বোনের প্রতি আমার আকর্ষন টা একটু বেশিই।

কেননা তারা দ্বীনের পথে এসেছে নিজের ইচ্ছায় এবং আল্লাহর প্রতি ভালবাসা অনুভব করে।
যারা সাধারণ পরিবার থেকে দ্বীনের পথে আসে,তাদের অনেক ভালবাসার জিনিস ত্যাগ করে এই পথে আসতে হয়।

যা একসময় তার কাছে স্বপ্ন ছিল,,,সে স্বপ্ন ভেঙ্গে আসতে হয় দ্বীনের পথে.....যারা স্বপ্ন দেখে তারাই জানে স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণা কেমন।

তাদের হাজারও স্বপ্ন ভাঙ্গার মাঝে গড়ে উঠে আল্লাহর প্রতি ভালবাসা....
তাদের স্বপ্ন গুলো ত্যাগ করতে দু'মিনিট ভাবেনা যখন দেখে তা ইসলামের বিরুদ্ধে।

"প্রত্যাবর্তন" বইটি যখনই পড়ি,,,এইসব দ্বীনি ভাই-বোনের প্রতি আকর্ষন আরও বেশি বেড়ে যায়।
আর একটি আয়াত খুব মনে পড়ে.....

"বলুন সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হয়েছে,মিথ্যা তো ধ্বংস হবারই ছিল"
(আল ইসরা ১৭)

No comments:

Post a Comment