Tuesday, September 4, 2018

তিন দুই এক - আল মুজাহিদ আরমান




এক শায়খের ছিলো তিনজন (গুণবতী) স্ত্রী। তিনি বাসায় তাদের মাঝে ইনসাফ রক্ষা করতে চেষ্টা করতেন। একবার তিনি সফরে যান এবং বেশ কিছুদিন সেখানে অবস্থান করেন। কিন্তু যখন তিনি বাড়ি ফেরেন তখন ভুলে যান, কার বাড়িতে তাঁর উঠার কথা ছিলো। তবে তিনি তৃতীয় তথা ছোট স্ত্রীর বাড়িতে থাকতে (অধিক) ভালোবাসতেন।[১]
.
এমতাবস্থায় তিনি সবাইকে ডাকেন এবং এই ব্যাপারে সমাধানের জন্য কুরআন থেকে দলিল উপস্থাপন করতে বলেন।
.
প্রথম স্ত্রী: আল্লাহ কুরআনে বলেছেন-
والسابقون السابقون، أولائك المقربون
(*অগ্রগামীরা তো অগ্রগামীই*, তারাই নৈকট্যপ্রাপ্ত)[২]
শায়খ: হ্যাঁ, এটা একটা দলিল।
.
দ্বিতীয় স্ত্রী: আল্লাহ কুরআনে বলেছেন-
حافظوا على الصلوات والصلاة الوسطى
(তোমরা নামাযসমূহের প্রতি যত্নবান হও, বিশেষত *মধ্যবর্তী* নামাযের ব্যাপারে)[৩]
শায়খ: হ্যাঁ, এটিও একটি দলিল।
.
তৃতীয় স্ত্রী: আল্লাহ কুরআনে বলেছেন-
والآخرة خير لك من الأولى
(তোমার জন্য পূর্ববর্তী অপেক্ষা *পরবর্তীই* (আখিরাত) উত্তম)[৪]
এই দলিল শুনে শায়খ দাঁড়িয়ে বলতে লাগলেন, "আল্লাহু আকবার! এটা সর্বশ্রেষ্ঠ দলিল!" (পূর্বেই উল্লেখ করা হয়েছে, তিনি ছোট (তৃতীয়) স্ত্রীকে বেশি মহব্বত করতেন। দলিল গ্রহণের ক্ষেত্রেও এটার প্রভাব পড়লো কীনা!)
.
(প্রথমবারের মতো আরবি একটা ঘটনা থেকে অনুবাদ করতে প্রয়াস চালালাম। চেষ্টা করেছি আক্ষরিক অনুবাদ করতে, দু-এক জায়গা ব্যতীত।
ফুটনোটসহ প্রথম বন্ধনীর কথাগুলো অনুবাদকের। ভুল-ত্রুটি মার্জনীয়)


_____________________
[১] কোন স্ত্রীর প্রতি মনে অধিক ভালোবাসা থাকা ইনসাফের অন্তরায় নয়। যেমন: রাসূলুল্লাহ (সা.) আয়িশা (রা.)-কে অধিক ভালোবাসতেন, তবে অন্য কারো অধিকার ক্ষুণ্ন করে নয়। ভালোবাসার ব্যাপারটি নিজের নিয়ন্ত্রণাধীন নয়। ভরণপোষণ, সময় দেয়া ইত্যাদি ব্যাপার সমান-সমান করতে হবে।
[২] সূরা ওয়াক্কিয়া: ১০-১১
[৩] সূরা বাক্বারাহ: ২৩৮
[৪] সূরা দুহা: ৪



No comments:

Post a Comment