Sunday, September 2, 2018

সচ্চরিত্রবান, বিনয়ী এবং নিরহঙ্কার ব্যক্তিকে বিয়ে করুন


যখন খাদিজা রদিয়াল্লহু আনহা মুহাম্মাদ সল্লাল্লহু আলাইহিস সলাতু ওয়াসসালামকে বিবাহ করতে পছন্দ করলেন, তখন তিনি জানতেননা যে, মুহাম্মাদ (স) একজন রাসুল হতে যাচ্ছেন। তিনি জানতেননা যে, মুহাম্মাদ (স) মুসলিম উম্মাহর আমীর হতে যাচ্ছেন। তিনি এ-ও জানতেননা যে, মুহাম্মাদ (স) হতে যাচ্ছেন আল্লাহর সবচেয়ে প্রিয়বান্দা।

তিনি ছিলেন কেবল একজন বিনীত, ভদ্র, নিরহঙ্কার মেষপালক, নিরক্ষর একজন মানুষ এবং দরিদ্র।
তবুও খাদিজা (র), শিক্ষিত, স্বনির্ভর, সম্পদশালী, প্রভাবশালী, মর্যাদাসম্পন্ন একজন, তাকে বিবাহ করতে আগ্রহী হলেন কেবল তার চরিত্রের কারণে। তার সম্পদ বা সামাজিক মর্যাদার কারণে নয়।

বোনদের জন্য এটা ভাবনা ও বিবেচনা করার একটি বিষয় যে, বিবাহের জন্য স্ট্যাটাস দেখে নয় বরং সচ্চরিত্র, বিনয়ী, নিরহঙ্কারকে দেখুন। আপনি জানেননা, কোন ধরণের বারাকাহ আপনার জন্য আল্লাহ তার মধ্যে দিয়েছেন।

- অনূদিত

No comments:

Post a Comment