Thursday, February 27, 2020

অকাল্টিজম, সাইন্টিজম ও অন্যান্য (১ম অংশ)







অকাল্টিজম, সাইন্টিজম ও অন্যান্য





লেখকঃ আল ইমরান
(https://www.facebook.com/al1215)




শিখ ধর্মে মাহদী ও তাগুত কল্কি


ইতোপূর্বে আপনাদেরকে দলিলসহ জানিয়েছি যে দাজ্জালের প্রিফলোয়াররা আপনার পাশেই আছে।। বৌদ্ধদের কালচক্রে কল্কি অবতারের ইসলামী শক্তি দমনের জন্য মহাযুদ্ধের বর্ননা আছে, যা উইকিপিডিয়াতেও আছে(চিত্রে দেখছেন)।
 
আগের লেখাটির লিংকঃ https://m.facebook.com/islamic.cognition/photos/a.291781357945730.1073741828.282165055574027/385768245213707/?type=3&_rdr#392683531188845

আজ আরও নতুন কিছু। শিখধর্মের এস্কেটলজি আমাদেরকে বেশ কিছু ভুল শুদ্ধ তথ্য দেয়। শিখধর্মের দশম নানক গুরু গোবিন্দ সিং 'দশম গ্রন্থে' কল্কি ও সত্যযুগ সম্পর্কে যা উল্লেখ করেন তার সারবস্তু এই যে,কল্কি অবতার যখন যুদ্ধ করে সারা পৃথিবীর প্রায় সিংহভাগ দখল করে নেবে, তখন সে নিজেকে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা দাবি করবে,তখনই সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয়ে মীর(নেতা) মাহদীকে প্রেরন করবেন। এবং অবশেষে ধর্মচক্রের(হিন্দু, বৌদ্ধ, বৈষ্ণব) শেষ অবতার কল্কিকে হত্যা করবেন!


Appearance of Mahdi and Killing of Kalki
ਤੋਮਰ ਛੰਦ ॥
TOMAR STANZA

ਜਗ ਜੀਤਿਓ ਜਬ ਸਰਬ ॥ ਤਬ ਬਾਢਿਓ ਅਤਿ ਗਰਬ ॥ ਦਿਯ ਕਾਲ ਪ੝ਰਖ ਬਿਸਾਰ ॥ ਇਹ ਭਾਂਤ ਕੀਨ ਬਿਚਾਰ੫੮੩
When Kalki conquered the whole world, his pride was extremely increased; he also forgot the Kaal Purakh(Hukam) and said this;583.

ਬਿਨ ਮੋਹਿ ਦੂਸ੝ਰ ਨ ਔਰ ॥ ਅਸ ਮਾਨਿਯੋ ਸਭ ਠਉਰ ॥ ਜਗ੝ ਜੀਤ ਕੀਨ ਗ੝ਲਾਮ ॥ ਆਪਨ ਜਪਾਯੋ ਨਾਮ ॥੫੮੪॥
Kalki Said, There is no second except me and the same is accepted at all the place; I have conquered the whole world and made it my slave and have caused everyone to repeat my name.584.

ਜਗ ਝਸ ਰੀਤ ਚਲਾਇ ॥ ਸਿਰ ਅਤ੝ਰ ਪਤ੝ਰ ਫਿਰਾਇ ॥ ਸਭ ਲੋਗ ਆਪਨ ਮਾਨ ॥ ਤਰ ਆਂਖ ਅਉਰ ਨ ਆਨ ॥੫੮੫॥
I have given life again to the traditional and have swung the canopy over my head; all the people consider me as their own and none other comes to their sight.585.

ਨਹਿ ਕਾਲ ਪ੝ਰਖ ਜਪੰਤ ॥ ਨਹਿ ਦੇਵ ਜਾਪ ਭਣੰਤ ॥ ਤਬ ਕਾਲ ਦੇਵ ਰਿਸਾਇ ॥ ਇਕ ਅਉਰ ਪ੝ਰਖ ਬਨਾਇ ॥੫੮੬॥
No one repeats the name of the Lord-God or the name of any other God goddess;" seeing this the Kaal Purakh created another purusha.586.

ਰੱਚਿ ਅਸ ਮਹਿਦੀ ਮੀਰ ॥ ਰਿਸਵੰਤ ਹਾਠ ਹਮੀਰ ॥ ਤਿਹ ਤਉਨ ਕੋ ਬਧ੝ ਕੀਨ ॥ ਪ੝ਨ ਆਪ ਮੋ ਕਿਯ ਲੀਨ ॥੫੮੭॥
Mehdi Mir was created, who was very angry and persistent one; he killed the Kalki incarnation within himself again.587.

ਜਗ ਜੀਤ ਆਪਨ ਕੀਨ ॥ ਸਭ ਅੰਤ ਕਾਲ ਅਧੀਨ ॥ ਇਹ ਭਾਂਤ ਪੂਰ ਸ੝ਧਾਰ ॥ ਭਝ ਚੌਬਿਸੇ ਅਵਤਾਰ ॥੫੮੮॥
Those who conquered, the made it there possession they are all under the control of KAL (death) in the end; in this way, with complete improvement the description of twenty-fourth incarnation is completed.588.

ਇਤਿ ਸ੝ਰੀ ਬਚਿਤ੝ਰ ਨਾਟਕ ਗ੝ਰੰਥੇ ਚਤ੝ਰ ਬੀਸਵਾਂ ਅਵਤਾਰ ਬਰਨਨੰ ਸਮਾਪਤਮ ॥੨੪॥
End of the description of twenty-fourth incarnation in Bachittar natak.
.
কল্কির জবরদখল ও ধ্বংসযজ্ঞের বর্ননাঃ
After killing the king of Sambhal, Kalki Avtaar started to conquer the world. He attacked on Kabul, Babul, Kandhaar, Iraq, Balkh, and Rome etc. and killed those who dared to fight against him: -
"Hanney Kaablee Baablee beer baankey. Kandhaaree Harevee Iraaqi nisaakey. Bali Baalkhee Roh Roomi rajeeley. Bhajey traas kai kai bhaye band dheeley.(462)." {page 601}.

Kalki killed the enemies in Kashmir, Bangas, Russia etc.: -
"Katey Kaashmeeree hanney kashatvaaree. Kupey kaashkaaree badey chhatra-dhaaree. Bali Bangasee gorbandee gadrejee. Mahaa-moorh maajindra raanee majejee.(484)
.
Hanney Roos Toosee kritee chitra jodhee. Hathhey Parasuyyad su khoobaan sakrodhee….(485)." {page 603}.
Kalki Avtaar killed the enemies in Bijapur, Golkunda, Dravid, Tilangaana, Vaidarbh, Bengal, Orissa (all in India) and Nepal: -
"Hanney beer Bijapuri Golkundi…..(504)." {page 604}.
"Drahee Dravarhey tej taa te Tilangi. Hatey Suratee jang bhangee phirangee.(505). Chapey chaand raja chaley chanad baasee. Badey beer Baidarbh sanros raasee……(506)." {page 604}
"Maagadh maheep mandey mahaan. Das chaar chaar vidya nidhaan. Bangee Kuling Angee ajeet. Morang agar Naipal abheet.(508)." {page 605}
He got victory over China, and then he went to North: -
"Cheen Macheen chheen jab leena. Uttar desh payyana keena…..(548)." {page 607}.
Thus, Sri Kalki Avtaar saved the saints and killed anti-saints: -
"Sant ubaar asant khapaayey.(550)." {page 608}
Now, 'Satyug' was just coming near. All people heard about this. It pleased the minds of saints. They sang the glory of God: -
"Satjug aayo. Sabh sun paayo. Mun mann bhaayo. Gun gan gaayo.(553)." {page 608}
But unfortunately, after conquering the world, Kalki became proud. He forgot the God: -
"Jag jeeteyo jab sarab. Tab baadhhiyo at garab. Diya Kaal Purakh beesaar. Eh bhaant keen bichaar.(583).
.
সূত্রঃ http://www.sikhiwiki.org/index.php/Mahdi_Meer
http://www.sikhiwiki.org/index.php/Kalki_Avtaar
এবং উইকিপিডিয়া।
.
উইকিপিডিয়াতে বিষয়টার সংক্ষিপ্ত বর্ননা ছিল। এখন মুছে ফেলা হয়েছে। আমার কাছে স্ক্রীনশট ছিল, এমুহূর্তে সেটা দেওয়া সম্ভব নয়। দাজ্জালের প্রত্যাশীরা এরূপ পরাজয়ের বিবরন প্রকাশ্যে দেখাতে চায় না। এজন্যই হয়ত মুছে ফেলেছে।
.
প্রথমেই বলেছি, গুরুগোবিন্দের ভবিষৎবাণীতে ভুলশুদ্ধের মিশ্রন রয়েছে। যাদের নূন্যতম ইল্ম আছে তারা ইতোমধ্যে টের পেয়েছেন।
সেটা নিম্নোক্ত হাদিসটি স্পষ্ট করে।
حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ الدِّمَشْقِيُّ الْمُؤَذِّنُ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ جَابِرٍ الطَّائِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ الْكِلاَبِيِّ، قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الدَّجَّالَ فَقَالَ ‏"‏ إِنْ يَخْرُجْ وَأَنَا فِيكُمْ فَأَنَا حَجِيجُهُ دُونَكُمْ وَإِنْ يَخْرُجْ وَلَسْتُ فِيكُمْ فَامْرُؤٌ حَجِيجُ نَفْسِهِ وَاللَّهُ خَلِيفَتِي عَلَى كُلِّ مُسْلِمٍ فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ فَإِنَّهَا جِوَارُكُمْ مِنْ فِتْنَتِهِ ‏"‏ ‏.‏ قُلْنَا وَمَا لُبْثُهُ فِي الأَرْضِ قَالَ ‏"‏ أَرْبَعُونَ يَوْمًا يَوْمٌ كَسَنَةٍ وَيَوْمٌ كَشَهْرٍ وَيَوْمٌ كَجُمُعَةٍ وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ ‏"‏ ‏.‏ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَذَا الْيَوْمُ الَّذِي كَسَنَةٍ أَتَكْفِينَا فِيهِ صَلاَةُ يَوْمٍ وَلَيْلَةٍ قَالَ ‏"‏ لاَ اقْدُرُوا لَهُ قَدْرَهُ ثُمَّ يَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِيَّ دِمَشْقَ فَيُدْرِكُهُ عِنْدَ بَابِ لُدٍّ فَيَقْتُلُهُ ‏"‏ ‏.‏
আন-নাওয়াস ইবনু সামআন আল-কিলাবী (রাঃ)
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। তিনি বলেনঃ আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকতে যদি সে আবির্ভূত হয় তবে তোমাদের পক্ষ হতে আমিই তার প্রতিপক্ষ হবো। আর আমি তোমাদের মাঝে বিদ্যমান না থাকা অবস্থায় যদি সে আবির্ভূত হয় তবে প্রত্যেক ব্যক্তিকে নিজেই তার প্রতিপক্ষ হতে হবে। আর আল্লাহ হবেন প্রত্যেক মুসলিমের জন্য আমার পক্ষের দায়িত্বশীল। তোমাদের মাঝে যে কেউ তাকে পাবে, সে যেন সূরাহ আল-কাহ্‌ফের প্রথম কয়েকটি আয়াত পাঠ করে; কেননা এটাই হবে ফিত্বনাহ থেকে তার নিরাপত্তার প্রধান উপায়। আমরা বললাম, সে পৃথিবীতে কতদিন থাকবে? তিনি বললেনঃ চল্লিশ দিন। একদিন হবে এক বছরের সমান, একদিন হবে এক মাসের সমান ও একদিন হবে এক সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে তোমাদের সাধারণ দিনগুলোর সমান। আমরা বললাম, হে আল্লাহর রাসুল! যে দিনটি এক বছরের সমান হবে, সে দিনে এক দিন ও এক রাতের সলাত কি আমাদের জন্য যথেষ্ট হবে? তিনি বললেনঃ না, তোমরা অনুমান করে দিনের পরিমাণ নির্ধারণ করে (সলাত পড়বে)। অতঃপর ঈসা ইবনু মারইয়াম (আঃ) দামেশকের পূর্ব প্রান্তে একটি সাদা মিনারে অবতরণ করবেন এবং লুদ্দনামক স্থানের দ্বারপ্রান্তে দাজ্জালকে নাগালে পাবেন এবং হত্যা করবেন।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৩২১
হাদিসের মান: সহিহ হাদিস

অর্থাৎ আল মাহদী নন বরং হত্যা করবেন ঈসা রুহআল্লাহ। এই মহান জঙ্গী সেনাপতি মাহদী(আ) দাজ্জালের শক্তির সাথে পেরে উঠবেন না। তখনই আল্লাহ হযরত ঈসা(আ) কে একটি সাদা মিনার ওয়ালা মসজিদের পাশে আসমান থেকে প্রেরন করবেন।


গোবিন্দের এরূপ ভ্রান্তির ব্যাখ্যা থাকতে পারে নিন্মোক্ত হাদিসেঃ
It was reported that ‘Aa’ishah (may Allaah be pleased with her) said: “Some people asked the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) about soothsayers. He said, ‘They are nothing.’ They said, ‘O Messenger of Allaah, sometimes they say something and it comes true.’ The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: ‘That is a word of truth that the jinn snatches and whispers into the ear of his familiar, but they mix a hundred lies with it.’” (Narrated by al-Bukhaari and Muslim).
.
দশমগ্রন্থের এরূপ ন্যারেশনে আরেকটি বড় মিথ্যা রয়েছে। উল্লিখিত আছে যে, আল মাহদী স্রষ্টাদাবিকারী কল্কি অবতারকে হত্যা সারাবিশ্বের নেতৃত্ব লাভ করে এবং গর্ববোধ করে, পরবর্তীতে সে সৃষ্টিকর্তা কর্তৃক পোকার দ্বারা শাস্তির কবলে পড়ে মারা যায়।(নাউজুবিল্লাহ)
.
আমরা সবাই জানি, পোকার সংক্রমনে মারা যাবে অভিশপ্ত ইয়াজুজ মাজুজরা। দুইএক% সত্যের সাথে মিথ্যা জুড়ালে যা হয়..।
নিচের হাদিসে বিস্তারিত রয়েছেঃ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، حَدَّثَنِي أَبِي أَنَّهُ، سَمِعَ النَّوَّاسَ بْنَ سَمْعَانَ الْكِلاَبِيَّ، يَقُولُ ذَكَرَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الدَّجَّالَ الْغَدَاةَ فَخَفَضَ فِيهِ وَرَفَعَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ فِي طَائِفَةِ النَّخْلِ فَلَمَّا رُحْنَا إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَرَفَ ذَلِكَ فِينَا فَقَالَ ‏"‏ مَا شَأْنُكُمْ ‏"‏ ‏.‏ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ ذَكَرْتَ الدَّجَّالَ الْغَدَاةَ فَخَفَضْتَ فِيهِ ثُمَّ رَفَعْتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ فِي طَائِفَةِ النَّخْلِ ‏.‏ قَالَ ‏"‏ غَيْرُ الدَّجَّالِ أَخْوَفُنِي عَلَيْكُمْ إِنْ يَخْرُجْ وَأَنَا فِيكُمْ فَأَنَا حَجِيجُهُ دُونَكُمْ وَإِنْ يَخْرُجْ وَلَسْتُ فِيكُمْ فَامْرُؤٌ حَجِيجُ نَفْسِهِ وَاللَّهُ خَلِيفَتِي عَلَى كُلِّ مُسْلِمٍ إِنَّهُ شَابٌّ قَطَطٌ عَيْنُهُ قَائِمَةٌ كَأَنِّي أُشَبِّهُهُ بِعَبْدِ الْعُزَّى بْنِ قَطَنٍ فَمَنْ رَآهُ مِنْكُمْ فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ إِنَّهُ يَخْرُجُ مِنْ خَلَّةٍ بَيْنَ الشَّامِ وَالْعِرَاقِ فَعَاثَ يَمِينًا وَعَاثَ شِمَالاً يَا عِبَادَ اللَّهِ اثْبُتُوا ‏"‏ ‏.‏ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا لُبْثُهُ فِي الأَرْضِ قَالَ ‏"‏ أَرْبَعُونَ يَوْمًا يَوْمٌ كَسَنَةٍ وَيَوْمٌ كَشَهْرٍ وَيَوْمٌ كَجُمُعَةٍ وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ ‏"‏ ‏.‏ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِي كَسَنَةٍ تَكْفِينَا فِيهِ صَلاَةُ يَوْمٍ قَالَ ‏"‏ فَاقْدُرُوا لَهُ قَدْرًا ‏"‏ ‏.‏ قَالَ قُلْنَا فَمَا إِسْرَاعُهُ فِي الأَرْضِ قَالَ ‏"‏ كَالْغَيْثِ اشْتَدَّ بِهِ الرِّيحُ ‏"‏ ‏.‏ قَالَ ‏"‏ فَيَأْتِي الْقَوْمَ فَيَدْعُوهُمْ فَيَسْتَجِيبُونَ لَهُ وَيُؤْمِنُونَ بِهِ فَيَأْمُرُ السَّمَاءَ أَنْ تُمْطِرَ فَتُمْطِرَ وَيَأْمُرُ الأَرْضَ أَنْ تُنْبِتَ فَتُنْبِتَ وَتَرُوحُ عَلَيْهِمْ سَارِحَتُهُمْ أَطْوَلَ مَا كَانَتْ ذُرًى وَأَسْبَغَهُ ضُرُوعًا وَأَمَدَّهُ خَوَاصِرَ ثُمَّ يَأْتِي الْقَوْمَ فَيَدْعُوهُمْ فَيَرُدُّونَ عَلَيْهِ قَوْلَهُ فَيَنْصَرِفُ عَنْهُمْ فَيُصْبِحُونَ مُمْحِلِينَ مَا بِأَيْدِيهِمْ شَىْءٌ ثُمَّ يَمُرُّ بِالْخَرِبَةِ فَيَقُولُ لَهَا أَخْرِجِي كُنُوزَكِ فَيَنْطَلِقُ فَتَتْبَعُهُ كُنُوزُهَا كَيَعَاسِيبِ النَّحْلِ ثُمَّ يَدْعُو رَجُلاً مُمْتَلِئًا شَبَابًا فَيَضْرِبُهُ بِالسَّيْفِ ضَرْبَةً فَيَقْطَعُهُ جِزْلَتَيْنِ رَمْيَةَ الْغَرَضِ ثُمَّ يَدْعُوهُ فَيُقْبِلُ يَتَهَلَّلُ وَجْهُهُ يَضْحَكُ فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ عِيسَى ابْنَ مَرْيَمَ فَيَنْزِلُ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِيَّ دِمَشْقَ بَيْنَ مَهْرُودَتَيْنِ وَاضِعًا كَفَّيْهِ عَلَى أَجْنِحَةِ مَلَكَيْنِ إِذَا طَأْطَأَ رَأْسَهُ قَطَرَ وَإِذَا رَفَعَهُ يَنْحَدِرُ مِنْهُ جُمَانٌ كَاللُّؤْلُؤِ وَلاَ يَحِلُّ لِكَافِرٍ أَنْ يَجِدَ رِيِحَ نَفَسِهِ إِلاَّ مَاتَ وَنَفَسُهُ يَنْتَهِي حَيْثُ يَنْتَهِي طَرْفُهُ فَيَنْطَلِقُ حَتَّى يُدْرِكَهُ عِنْدَ بَابِ لُدٍّ فَيَقْتُلُهُ ثُمَّ يَأْتِي نَبِيُّ اللَّهِ عِيسَى قَوْمًا قَدْ عَصَمَهُمُ اللَّهُ فَيَمْسَحُ وُجُوهَهُمْ وَيُحَدِّثُهُمْ بِدَرَجَاتِهِمْ فِي الْجَنَّةِ فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ أَوْحَى اللَّهُ إِلَيْهِ يَا عِيسَى إِنِّي قَدْ أَخْرَجْتُ عِبَادًا لِي لاَ يَدَانِ لأَحَدٍ بِقِتَالِهِمْ وَأَحْرِزْ عِبَادِي إِلَى الطُّورِ ‏.‏ وَيَبْعَثُ اللَّهُ يَأْجُوجَ وَمَأْجُوجَ وَهُمْ كَمَا قَالَ اللَّهُ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ فَيَمُرُّ أَوَائِلُهُمْ عَلَى بُحَيْرَةِ الطَّبَرِيَّةِ فَيَشْرَبُونَ مَا فِيهَا ثُمَّ يَمُرُّ آخِرُهُمْ فَيَقُولُونَ لَقَدْ كَانَ فِي هَذَا مَاءٌ مَرَّةً وَيَحْضُرُ نَبِيُّ اللَّهِ عِيسَى وَأَصْحَابُهُ حَتَّى يَكُونَ رَأْسُ الثَّوْرِ لأَحَدِهِمْ خَيْرًا مِنْ مِائَةِ دِينَارٍ لأَحَدِكُمُ الْيَوْمَ فَيَرْغَبُ نَبِيُّ اللَّهِ عِيسَى وَأَصْحَابُهُ إِلَى اللَّهِ فَيُرْسِلُ اللَّهُ عَلَيْهِمُ النَّغَفَ فِي رِقَابِهِمْ فَيُصْبِحُونَ فَرْسَى كَمَوْتِ نَفْسٍ وَاحِدَةٍ ‏.‏ وَيَهْبِطُ نَبِيُّ اللَّهِ عِيسَى وَأَصْحَابُهُ فَلاَ يَجِدُونَ مَوْضِعَ شِبْرٍ إِلاَّ قَدْ مَلأَهُ زَهَمُهُمْ وَنَتْنُهُمْ وَدِمَاؤُهُمْ فَيَرْغَبُونَ إِلَى اللَّهِ سُبْحَانَهُ فَيُرْسِلُ عَلَيْهِمْ طَيْرًا كَأَعْنَاقِ الْبُخْتِ فَتَحْمِلُهُمْ فَتَطْرَحُهُمْ حَيْثُ شَاءَ اللَّهُ ثُمَّ يُرْسِلُ اللَّهُ عَلَيْهِمْ مَطَرًا لاَ يُكِنُّ مِنْهُ بَيْتُ مَدَرٍ وَلاَ وَبَرٍ فَيَغْسِلُهُ حَتَّى يَتْرُكَهُ كَالزَّلَقَةِ ثُمَّ يُقَالُ لِلأَرْضِ أَنْبِتِي ثَمَرَتَكِ وَرُدِّي بَرَكَتَكِ فَيَوْمَئِذٍ تَأْكُلُ الْعِصَابَةُ مِنَ الرُّمَّانَةِ فَتُشْبِعُهُمْ وَيَسْتَظِلُّونَ بِقِحْفِهَا وَيُبَارِكُ اللَّهُ فِي الرِّسْلِ حَتَّى إِنَّ اللِّقْحَةَ مِنَ الإِبِلِ تَكْفِي الْفِئَامَ مِنَ النَّاسِ وَاللِّقْحَةَ مِنَ الْبَقَرِ تَكْفِي الْقَبِيلَةَ وَاللِّقْحَةَ مِنَ الْغَنَمِ تَكْفِي الْفَخِذَ ‏.‏ فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ عَلَيْهِمْ رِيحًا طَيِّبَةً فَتَأْخُذُ تَحْتَ آبَاطِهِمْ فَتَقْبِضُ رُوحَ كُلِّ مُسْلِمٍ وَيَبْقَى سَائِرُ النَّاسِ يَتَهَارَجُونَ كَمَا تَتَهَارَجُ الْحُمُرُ فَعَلَيْهِمْ تَقُومُ السَّاعَةُ ‏"‏ ‏.‏
নাওয়াস বিন সামআন অল-কিলাবী (রাঃ)
তিনি বলেন একদা, সকাল বেলা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দাজ্জাল সম্পর্কে আলোচনা করেন। তিনি তার ভয়াবহতা ও নিকৃষ্টতার কথা তুলে ধরেন। এমনকি আমরা ধারণা করলাম যে, সে হয়তো খেজুর বাগানের ওপাশেই অবস্থান করছে। আমরা বিকেল বেলা পুনরায় তাঁর নিকট উপস্থিত হলাম। তখন তিনি আমাদের মাঝে দাজ্জাল-ভীতির আলামত লক্ষ্য করে বলেনঃ তোমাদের কী হয়েছে? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ! ভোরবেলা আপনি আমাদের সামনে দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছেন এবং তার ভয়াবহতা ও নিকৃষ্টতার কথা এমন ভাষায় তুলে ধরেছেন যে, আমাদের মনে হলো যে, সে বোধহয় খেজুর বাগানের পাশেই উপস্থিত আছে। তিনি বলেনঃ আমার কাছে দাজ্জালই তোমাদের জন্য অধিক ভয়ংকর বিপদ। সে যদি আমার জীবদ্দশায় তোমাদের মাঝে আত্মপ্রকাশ করে তবে আমিই তোমাদের পক্ষে তার প্রতিপক্ষ হবো। আর আমার অবর্তমানে যদি সে আত্মপ্রকাশ করে তাহলে তোমরাই হবে তার প্রতিপক্ষ। আর প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহই আমার পরিবর্তে সহায় হবে। সে (দাজ্জাল) হবে কুঞ্চিত চুলবিশিষ্ট, স্থির দৃষ্টিসম্পন্ন যুবক এবং আবদুল উযযা বিন কাতান সদৃশ। তোমাদের কেউ তাকে দেখলে সে যেন তার বিরুদ্ধে সূরা কাহফের প্রাথমিক আয়াতগুলো পাঠ করে। সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী খাল্লা নামক স্থান থেকে আত্মপ্রকাশ করবে। অতঃপর সে ডানে-বামে ফেতনা-ফাসাদ ও বিপর্যয় ছড়িয়ে বেড়াবে। হে আল্লাহর বান্দাগণ! তোমরা দৃঢ়তার সাথে স্থির থাকবে।
আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! সে পৃথিবীতে কতো দিন অবস্থান করবে? তিনি বলেনঃ চল্লিশ দিন। তবে এর এক দিন হবে এক বছরের সমান, এক দিন হবে এক মাসের সমান, এক দিন হবে এক সপ্তাহের সমান এবং অবশিষ্ট দিনগুলো হবে তোমাদের বর্তমান দিনগুলোর সমান। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! যে দিনটি এক বছরের সমান হবে তাতে একদিনের নামায পড়লেই কি তা আমাদের জন্য যথেষ্ট হবে? তিনি বলেনঃ তোমরা সে দিনের সঠিক অনুমান করে নিবে এবং তদনুযায়ী নামায পড়বে। রাবী বলেন, আমরা জিজ্ঞেস করলাম, সে পৃথিবীতে কতো দ্রুত গতিতে বিচরণ করবে? তিনি বলেনঃ বায়ু চালিত মেঘমালার গতিতে।
অতঃপর সে কোন এক সম্প্রদায়ের নিকট এসে তাদেরকে নিজের দলে ডাকবে। তারা তার ডাকে সাড়া দিবে এবং তার উপর ঈমান আনবে। অতঃপর সে আসমানকে বৃষ্টি বর্ষণের আদেশ দিবে এবং তদনুযায়ী বৃষ্টি বর্ষিত হবে। অতঃপর সে যমীনকে শস্য উৎপাদনের নির্দেশ দিবে এবং তদনুযায়ী ফসল উৎপাদিত হবে। অতঃপর বিকেল বেলা তাদের পশুপাল পূর্বের চেয়ে উচুঁ কুঁজবিশিষ্ট, মাংসল নিতম্ববিশিষ্ট ও দুগ্ধপুষ্ট স্তনবিশিষ্ট হয়ে (খোঁয়াড়ে) ফিরে আসবে। কিন্তু তারা তার আহবান প্রত্যাখ্যান করবে। ফলে সে তাদের কাছ থেকে ফিরে যাবে। পরদিন ভোরবেলা তারা নিজেদেরকে নিঃস্ব অবস্থায় পাবে এবং তাদের হাতে কিছুই থাকবে না। অতঃপর সে এক নির্জন পতিত ভূমিতে গিয়ে বলবে, তোর ভেতরের ভাণ্ডার বের করে দে। অতঃপর সে সেখান থেকে প্রস্থান করবে এবং তথাকার ধনভান্ডার তার অনুসরণ করবে, যেভাবে মৌমাছিরা রাণী মৌমাছির অনুসরণ করে।
অতঃপর সে এক পূর্ণ যৌবন তরুণ যুবককে তার দিকে আহবান করবে। তাকে সে তরবারির আঘাতে দ্বিখন্ডিত করে ফেলবে। তার দেহের প্রতিটি টুকরা দুধনুকের ব্যবধানে গিয়ে পড়বে। অতঃপর সে তাকে ডাক দিবে, অমনি সে হাস্যোজ্জ্বল চেহারায় তার কাছে এসে দাঁড়াবে। এমতাবস্থায় আল্লাহ তাআলা ঈসা বিন মরিয়ম (আঃ) কে পাঠাবেন। তিনি হলুদ রং এর দু, টি কাপড় পরিহিত অবস্থায় দুজন ফেরেশতার পাখায় ভর করে দামিশকের পূর্ব প্রান্তের এক মসজিদের সাদা মিনারে অবতরণ করবেন। তিনি তাঁর মাথা উত্তোলন করলে বা নোয়ালে ফোঁটায় ফোঁটায় মণিমুক্তার ন্যায় (ঘাম) পড়তে থাকবে। তার নিঃশ্বাস যে কাফেরকেই স্পর্শ করবে সে তৎক্ষণাৎ মারা যাবে। আর তিনি লুদ্দ’’ নামক স্থানের দ্বারদেশে দাজ্জালকে হত্যা করবেন।
অতঃপর আল্লাহর নবী ঈসা (আঃ) এমন এক সম্প্রদায়ে আসবেন যাদেরকে আল্লাহ তাআলা (দাজ্জালের অনিষ্ট থেকে) রক্ষা করেছেন। তিনি তাদের মুখমণ্ডলে হাত বুলাবেন এবং জান্নাতে তাদের মর্যাদা সম্পর্কে বর্ণনা করবেন। তাদের এমতাবস্থায় আল্লাহ তাআলা তাঁর নিকট ওহী পাঠাবেন, হে ঈসা! আমি আমার এমন বান্দাদের পাঠাবো যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারো নাই। অতএব তুমি আমার বান্দাদের তূর পাহাড়ে সরিয়ে নাও।
অতঃপর আল্লাহ তাআলা ইয়াজূজ-মাজূজের দল পাঠাবেন। আল্লাহ তাআলার বাণী অনুযায়ী তাদের অবস্থা হলোঃ তারা প্রতিটি উচ্চভূমি থেকে ছুতটে আসবে” ( সূরা আম্বিয়াঃ ৯৬)। এদের প্রথম দলটি (সিরিয়ার) তাবারিয়া হ্রদ অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। অতঃপর তাদের পরবর্তী দল এখান দিয়ে অতিক্রমকালে বলবে, নিশ্চয় কোন কালে এতে পানি ছিলো।
আল্লাহর নবী ঈসা (আঃ) তাঁর সঙ্গীগণসহ অবরুদ্ধ হয়ে পড়বেন। তারা (খাদ্যাভাবে) এমন এক কঠিন অবস্থায় পতিত হবেন যে, তখন একটি গরুর মাথা তাদের একজনের জন্য তোমাদের আজকের দিনের একশত স্বর্ণ মুদ্রার চেয়েও মূল্যবান (উত্তম) মনে হবে। তারপর আল্লাহর নবী ঈসা (আঃ) এবং তাঁর সাথীগণ আল্লাহর দিকে রুজু হয়ে দুআকরবেন। তখন আল্লাহ তাআলা তাদের (ইয়াজূজ-মাজূজ বাহিনীর) ঘাড়ে মহামারীরূপে নাগাফ নামক কীটের সৃষ্টি করবেন। ভোরবেলা তারা এমনভাবে ধ্বংস হবে যেন একটি প্রাণের মৃত্যু হয়েছে।
তখন আল্লাহর নবী ঈসা (আঃ) এবং তাঁর সাথীগণ (পাহাড় থেকে) নেমে আসবেন। তারা সেখানে এমন এক বিঘত জায়গাও পাবেন না, যেখানে সেগুলোর পচা দুর্গন্ধময় রক্ত-মাংস ছড়িয়ে নাই। তারা মহান আল্লাহর নিকট দুআকরবেন। তখন আল্লাহ তাআলা তাদের নিকট উটের ঘাড়ের ন্যায় লম্বা ঘাড়বিশিষ্ট এক প্রকার পাখি পাঠাবেন। সেই পাখিগুলো তাদের মৃতদেহগুলো তুলে নিয়ে আল্লাহর ইচ্ছামত স্থানে নিক্ষেপ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর এমন বৃষ্টি বর্ষণ করবেন যা সমস্ত ঘরবাড়ি ,স্থলভাগ ও কঠিন মাটির স্তরে গিয়ে পৌঁছবে এবং সমস্ত পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে হয়ে উঠবে।
অতঃপর যমীনকে বলা হবে, তোর ফল উৎপন্ন কর এবং তোর বরকত ফিরিয়ে দে। তখন অবস্থা এমন হবে যে, একদল লোকের আহারের জন্য একটি ডালিম যথেষ্ট হবে এবং একদল লোক এর খোসার ছায়াতলে আশ্রয় নিতে পারবে। আল্লাহ তাআলা দুধেও এতো বরকত দিবেন যে, একটি দুধেল উষ্ট্রীর দুধ একটি বৃহৎ দলের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের লোকেদের জন্য যথেষ্ট হবেএকটি বকরীর দুধ একটি ক্ষুদ্র দলের জন্য যথেষ্ট হবে।
তাদের এ অবস্থায় আচানক আল্লাহ তাআলা তাদের উপর দিয়ে মৃদুমন্দ বিশুদ্ধ বায়ু প্রবাহিত করবেন। এ বায়ু তাদের বগলের অভ্যন্তরভাগ স্পর্শ করে প্রত্যেক মুসলমানের জান কবয করবে। তখন অবশিষ্ট নর-নারী গাধার ন্যায় প্রকাশ্যে যেনায় লিপ্ত হবে। তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। [৩৪০৭]
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪০৭৫
হাদিসের মান: সহিহ হাদিস

ভুল ও মিথ্যার পাশে শিখধর্মের এস্কেটলজিতে কিছু মৌলিক সত্য নিহিত রয়েছে।
আমরা জানি,
*দাজ্জাল ইসলামিক মিলিটারির বিরুদ্ধেই যুদ্ধ করবে। তাতে আল মাহদী নেতৃত্ব দেবেন। যার জন্য 'মীর' শব্দটি যুক্ত করেছেন।
*দাজ্জাল নিজেকে সৃষ্টিকর্তা দাবি করবে।
*অবশেষে ইসলামি শক্তির হাতেই নিহত হবে।
*আল মাহদীর সমকালীন সময়ে পরাশক্তিরুপে দাজ্জালের জোটই ইসলামের বিরুদ্ধে লড়বে।
.
উপরের বিষয়গুলি শিখইজমের এস্কেটলজিতেও রয়েছে। তাছাড়া কালচক্রে কল্কির ব্যপারে এস্কেটলজিক্যাল ভার্সগুলো দারুণভাবে স্পষ্ট করে এটাই দাজ্জাল।
.
মনে রাখবেন কুফরের জন্ম পূর্বদিকে, এবং দাজ্জালের পূর্বদিকে থাকার সম্ভাবনাও প্রবল। নিচের হাদিসগুলোও তারই ইঙ্গিত দেয় । আল্লাহ উত্তম জানেন।
.
আবূ হুরায়রা (রাঃ) আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘কুফরীর মূল পূর্বদিকে, গর্ব এবং অহংকার ঘোড়া এবং উটের মালিকদের মধ্যে এবং বেদুইনদের মধ্যে যারা তাদের উটের পাল নিয়ে ব্যস্ত থাকে, আর শান্তি বকরির পালের মালিকদের মধ্যে।সহিহ বুখারী, হাদিস নং ৩৩০১
হাদিসের মান: সহিহ হাদিস
.
‘Behold [Dajjal] is in the Syrian sea, or the Yemeni sea. Nay, on the contrary he is in the
East , he is in the East , he is in the East ,’ and he pointed with his hand towards the East .
(Sahih Muslim , Book #041, Hadith #7028)
.
হিন্দু-বৌদ্ধদের গ্রন্থে সাম্বালা,আগার্থি শব্দ গুলো দ্বারা কল্কির গুপ্তরাজ্যকে বোঝানো হয় যা ভারত অথবা তিব্বতের পার্বত্য অঞ্চল অথবা মরুভূমি অথবা মাটির তলে অথবা ভিন্ন ডাইমেনশনে আছে বলে কাফেররা মনে করে। মুশরিকরা এখন তার অপেক্ষা করছে। দেখুন 'লজ্যিক্যাল হিন্দু' চ্যানেলের একটি ভিডিও। আমরা এ সময় সবাই অবগত যে UFO,USO,crop circle ইত্যাদি বিষয় গুলো দাজ্জালের সাথে সংশ্লিষ্ট শয়তানজ্বীন ও মানুষের কীর্তি। ভিডিওটিতে দাজ্জালের অপেক্ষমান মালু বলছে, তিব্বতীয় ও ভারতীয় অঞ্চলে যে সকল আনআইডেন্টিফাইড ফ্ল্যাইং অবজেক্ট দেখা যায় তা কল্কির আবির্ভাবের প্রস্তুতির সাথে সম্পৃক্ত এডভ্যান্স সিভিলাইজেশন বা higher being, যাদের উদ্দেশ্য সম্পর্কে লোকাল তিব্বতিয়রা জ্ঞাত আছে।https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f2d/1.5/16/1f606.pngএমনকি এক্ষেত্রে ভারত সরকারের হস্তক্ষেপও কামনা করে ওই শয়তানের পূজারী। দেখুনঃ https://m.youtube.com/watch?v=OfhxEYb2XQk
এবং আল্লাহ সর্বোত্তম জানেন।

প্রকাশঃ ৫ জানুয়ারি ২০১৮









বিজ্ঞান নাকি অপবিজ্ঞান? ।। Occult Origin of Mainstream
physics and Astronomy: [পর্বঃ১]


উপরে আইনস্টাইন সাহেবের উক্তি পড়ছেন। এটা Quantum physics নামের একটা পেজে পাব্লিশ করেছে, যা উপরে দেখছেন।
" Everything is energy and that’s all there is to it. Match the frequency of the reality you want and you cannot help but get that reality. It can be no other way. This is not philosophy. This is physics"
তার উক্তিটি মেইনস্ট্রিম বিজ্ঞানপন্থীদের মধ্যে অনেককে সংশয়ে ফেলেছে। একটা দল, যারা কঠিন ম্যাটেরিয়ালিস্টিক কন্সেপ্ট রাখে তারা মেনে নিতে পারে না, তারা অনেক খুজে ঘেটে বের করেছে এই উক্তিটি জনৈক ব্যক্তির দ্বারা বাশার নামের এক হায়ার স্পিরিট এন্টিটিকে চ্যানেল করে বলানো কথা। এটা কতটা হাস্যকর বুঝতে পারছেন। যাহোক, আরেকটা দল যারা কোয়ান্টাম ফিজিক্স বিশারদ, তারা আইনস্টাইন এর জ্ঞানের তারিফ করে বলে আইনস্টাইন যথার্থই বলেছেন। তারা এই উক্তির সপক্ষে যুক্তিও উপস্থাপন করে। আমি জানি, এই লেখা পাবলিশ করার পরেই অনেক থটলেস ব্রেইনওয়াশড গুগলিং শুরু করে দেবে, যদি এর বিপক্ষে কিছু পায়! তাই তাদের যেন খুব কষ্ট না করতে হয়, এজন্য বলা।

এবার আসুন জানা যাক কেনইবা এই বিখ্যাত উক্তিকে কেন্দ্র করে প্রশ্ন তৈরি হচ্ছে! তিনি যে বিষয়টাকে জোর দিয়ে ফিলোসফি নয় বরং ফিজিক্স বলেছেন, সেটা কি আপনি বুঝতে পেরেছেন? আশা করি কিছুই বোঝেন নি। কারন অধিকাংশেরই "Occultism", "mysticism" এর অন্ধকার জগৎ সম্পর্কে কোন ধারনাই নেই। তার এই উক্তিটি ১০০% Occult mystical Quote! রহস্যবাদ/গুপ্তবাদের ব্যপারে যা অজ্ঞ, তারা এরকম অজস্র Quote বুঝতে পারে না, না বোঝার জন্য অন্ধ ভক্তি চলে আসে, মনে করে যে, এই মহাজ্ঞানী মনীষী না জানি কত গভীর জ্ঞানের কথাই বলছেন! Mysticism(রহস্যবাদ) বা অকাল্টিজম(গুপ্তবাদ) হচ্ছে অপবিদ্যার এক মহাসিন্ধু। আর এই অপবিদ্যা হচ্ছে জাদুবিদ্যা। অবাক হচ্ছেন! Magick, witchcraft, sorcery, astrology, alchemy প্রভৃতি বিষয়গুলোকে অকাল্ট নলেজ(অতিপ্রাকৃত/গুপ্ত/গুহ্যজ্ঞান) বলে। occultism এর ইতিহাস অনেক পুরাতন। কখনো এর শিকড় পাওয়া যায় প্রাচীন মিশরীয় সভ্যতায় আবার কখনো বা ব্যবিলন,কখনো প্রাচীন গ্রীস,কখনো বা প্রাচীন ভারত। এর ইতিহাস নিয়ে পর্যালোচনা করলে হযরত সোলাইমান আলাইহিসালাম এর সময়কার জাদুবিদ্যার রিভাইভালের বৃত্তান্তও চলে আসে। আমরা সবসময় প্রাচীন জাদুকর, ভাগ্যগনক, ভবিষ্যতবক্তাদের কথা শুনেছি,শুনেছি ফ্রিম্যাসনিস্টদের কথা; তবে সবসময়েই একটা ব্যপারে আধাঁরেই থাকতে হয়েছে,সেটা এই যে, তাদের বিশ্বাস/দর্শন বা মতাদর্শ কি!
তাদের বিশ্বাস বা দ্বীনটিই হচ্ছে Mysticism অথবা অকাল্টিজম। একজন মিস্টিক্স প্রকৃতির গুপ্ত রহস্য সম্পর্কে জানতে চেষ্টা করে এবং তা manipulation এর দ্বারা লক্ষ্য হাসিল করবার জন্য গুপ্ত (অকাল্ট) বিষয়ে সাধনা করে যায়।মিস্ট্রি ক্রিডগুলোর মূলবক্তব্য একটিই। সৃষ্টিকর্তা ও সৃষ্টি একাকার হয়ে যাওয়া। যখন বিশ্ব খ্রিষ্টানদের ডমিনেশনে ছিল, তখন জাদুকরদের এরকম বক্তব্য চরম শাস্তিযোগ্য ছিল। যাদুকররা বলতো, যেকেউ যেকোন ধর্মে থেকেই অথবা কোন ধর্ম পালন না করলেও সৃষ্টিকর্তার সাথে যোগসূত্র স্থাপন করা যায় আর এই যোগসূত্রের ঘনিষ্ঠতায় তার সাথে একাকার হওয়া যায়। ওই অবস্থায় সৃষ্টির সাথে স্রষ্টার পার্থক্য থাকেনা। খ্রিষ্টানরা এরকম মতবাদ কখনোই সহ্য করতো না, তাই এরূপ কথক সকল উইচ/যাদুকরদের কঠিনশাস্তি দিয়ে হত্যা করত। হাজারো ডাকিনী নারীদেরকে আগুনে জ্বালিয়েছিল। এরূপ নির্মম অত্যাচারের দরুন জাদুবিদ্যা খুবই গোপন বিষয় হয়ে গিয়েছিল। এজন্য এই বিদ্যাকে occult knowledge (গুপ্তজ্ঞান) বা occultism বলে। আপনারা অনেকেই জানেন মানসুর হাল্লাজও একই(হুলুলের) কথা(আনাল হক্ক) বলতো। এবং এটাও বলত যে, সে জাদু করে মানুষদেরকে তার পথে ডাকত। তার পরিণতি কি হয়েছিল তা ভাল করেই জানেন। মিস্টিক্সরা প্রকৃতির সকল ঘটনার ব্যাখ্যা জানতে চায়। অকাল্টিস্টদের আওতাভুক্ত অস্পষ্ট নিষিদ্ধ বিষয়গুলির মধ্যে কালোজাদু/ন্যাক্রোমেসি,Astrology, Divination, Tarot card, Action at distance, physic ability- clairvoyance, Clairaudience, intuition, telepathy, teleportation,'Energy-frequency,vibration' প্রভৃতি অন্তর্ভুক্ত। অকাল্টিস্টদের কাছে এসব নিয়ে চিন্তাগবেষনাই হচ্ছে 'সাইন্স' এজন্য তাদের মুখে অকাল্ট সাইন্স শব্দ দুটি শুনবেন।
.
এন্থ্রোপোলোজিস্ট এডওয়ার্ড টেইলর ১৮৭১ সালে তার 'প্রিমিটিভ কালচার' বইতে Occultism এর অপবিজ্ঞানকে 'ম্যাজিক' শব্দ দ্বারা synonym হিসেবে প্রকাশ করে।
(_
উইকিপিডিয়া)
.
শয়তান একটি কাজ সাফল্যের সাথে করেছে। সে প্রত্যেক ধর্মেই, হোক তা হক্ক বা বাতিল, সর্বত্রই জাদুবিদ্যার অভিন্ন মতবাদকে প্রবেশ করিয়েছে। ইহুদীদের মাঝে মিস্টিসিজম হচ্ছে 'কাব্বালা', খ্রিস্টানদের মধ্যে 'Gnosticism', ইসলামে 'সুফিবাদ' এরপরে প্রত্যেক প্যাগানিজমেও এর শাখাপ্রশাখা রয়েছে।এ সময়ে mysticism কে প্রধান দুইভাগে ভাগ করা হয়। ১. Eastern mysticism ২.Western mysticism
এই কুফরি মতবাদে সর্বাপেক্ষা শক্তিশালী এবং সমৃদ্ধ হচ্ছে ইস্টার্ন মিস্টিসিজম বা পূর্বদিকের রহস্যবাদ । অর্থাৎ আমাদের অঞ্চলের কুফর। ওয়েস্টার্ন মিস্টিসিজম ঘাটলে দেখা যাবে, সেখানকার অধিকাংশই পূর্বাঞ্চল থেকে ধার করা। আর বর্তমানে ওয়েস্টার্নরাও ইস্টার্ন Esoteric tradition এর দিকে ঝুকে পড়েছে। এর কারনও আছে, পাশ্চাত্যে এসবের উপরে অনেক খড়গ গিয়েছে। আর প্রতিষ্ঠিত কোন প্যাগান দ্বীনও গড়ে ওঠেনি, কিন্তু পূর্বাঞ্চলে হিন্দুবৌদ্ধবৈষ্ণব শাস্ত্রলিপিসহ হাজারো বছর দাঁড়িয়ে আছে। নবী(সা) এর কথা সত্য, কুফরের জন্ম পূর্বদিকে।
https://en.m.wikipedia.org/wiki/Mysticism
https://en.m.wikipedia.org/wiki/Occult
.
এবার আসুন জানি, কি(কুফরি আকিদা) বিশ্বাস করে যাদুকর-জ্যোতিষী-ভবিষ্যৎপ্রবক্তা ও ফ্রিম্যাসনিক নেটওয়ার্ক!
.
*
ওদের প্রথম আকিদাই হচ্ছে ওয়াহদাতুল উজুদ! Monism বা সৃষ্টি-স্রষ্টারর এক অস্তিত্বের বিশ্বাস।এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়।ওরা বলে সৃষ্টি যা স্রষ্টাও তাই। উভয়ের একে অপরের সাথে মিশে আছে। এখান থেকেই হিন্দুত্ববাদ বা ইস্টার্ন অকাল্ট প্যাগানিজমে incarnation(অবতারবাদ) এসেছে। আপনি সুফিবাদ থেকে শুরু করে ইহুদীদের কাব্বালা, খ্রিষ্টানদের নস্টিসিজম, পশ্চিমের পিথাগোরিয়ানিজম, স্টোইসিজম,নিও প্লেটোনিজম,রোজাক্রুশানিজম, হার্মেটিসিজম... যেখানেই যাবেন সর্বত্রই এই একই বিশ্বাস পাবেন! Hermetic belief system 'mentalism' নামে এটাই প্রথম প্রিন্সিপ্যাল।দেখুনঃ https://m.youtube.com/watch?v=Yui-v8ykSk8
.
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ওয়েস্টার্ন অকাল্ট ধর্ম New Age Movement যার সাথে আমাদের দেশের অকাল্টিজম 'কোয়ান্টাম ম্যাথডের সংযোগ আছে, সেটার নেত্রী অপ্রাহ উইনফ্রের সাথে এক সুফি মিস্টিক্স সৃষ্টিকর্তার ব্যপারে কি বলে দেখুনঃ
https://m.youtube.com/watch?v=xVUvEy8BbkU
.
ভিডিওটিতে Llewellyn Vaughan|Lee নামের লোকটি একজন নকশাবন্দী-মুজাদ্দেদী তরিকার সুফি। অপ্রাহ উইনফ্রের সামনে বলছে, 'Everything is God,এটা একদমই মৌলিক বিষয় শুধু সুফিবাদেই নয়, সকল মিস্টিক্যাল পাথে...' দুইটাই নিকৃষ্টতম কাফের।
এসম্পর্কে দেখুনঃ
https://m.youtube.com/watch?v=uSv3UfRgcVg
.
অপ্রাহ উইনফ্রের দলসহ আধুনিক মিস্টিক্সরা তাদের সর্বেশ্বরবাদী চিন্তাকে নতুন কিছু শব্দ দ্বারা প্রকাশ করে। সেটাকে বলে "Universal Consciousness", "collective Consciousness","cosmic intelligence" ইত্যাদি। এর কারন কি? এরমানেও বা কি? কনসাসনেস বলবার কারন এই যে, তারা বলে সৃষ্টিকর্তার অস্তিত্ব সবকিছুতেই(নাউজুবিল্লাহ),সৃষ্টি তার মধ্যেই,তার স্বকীয় অস্তিত্ব নেই!(سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ)তার কনসাসনেস সর্বত্র ছেয়ে আছে। আর আমরা নাকি এই কনসাসনেসের কল্পনা বা ফ্র‍্যাগমেন্টেড ড্রিম! অর্থাৎ ফিলোসফির দিক দিয়ে প্যানেন্ডেইজমকেও ইঞ্জিয়ারিং করে এরকম আকিদা তৈরি করেছে। এর নাম দিয়েছে হলোগ্রাফিক ইউনিভার্স/রিয়েলিটি। এজন্য ওদের বলতে শুনবেন, Reality is just illusion,Are you wake up in your dream(?),We are One ইত্যাদি। এসবের ব্যাখ্যা তারাই বোঝে যারা ওদের কুফরির ব্যপারে জ্ঞান রাখে।
দেখুনঃ What is consciousness?
https://m.youtube.com/watch?v=LmdMp4iLDUc
https://m.youtube.com/watch?v=LARXSPARbZU
.
এই ভিডিওটিতে এনডিঈ বা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স এর উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে যার উপরে আমার আর্টিকেল পূর্বেই পড়েছেন।যারা কনসাসনেস বা কসমিক ইন্টেলেক্টের ব্যপারটি বুঝতেছেন না, তারা এই গ্রাফিক্যাল ছবি গুলো দেখুনঃ https://i.pinimg.com/…/d8743c47ffbbba6c3440165e1dce15b2--st…
.
http://www.zoompondy.com/…/…/03/the-human-body-a-univers.jpg
.
http://www.scienceofspiritwellness.com/Unlimited%20mind%20i…
.
.
*
এই সর্বনিকৃষ্ট স্তরের কাফেরদের বিশ্বাসব্যবস্থা এরূপভাবে ডিজাইন করা যে তাতে সৃষ্টিকর্তার কোন প্রয়োজনই থাকে না এবং ওরা এরকম আকিদা তৈরি করে বারবার আপডেট করছে। কালেক্টিভ কনসাসনেস এরূপ যে তা এক ইনভিজিবল এনার্জি ফিল্ডের ন্যায় সর্বত্রস্থিত। সবকিছুর অস্তিত্ব সাবএটমিক স্তরে এনার্জি, সেখানে স্পেস টাইম বলে ভিন্ন কিছু নাই। এমনকি খালি ভ্যাকুয়াম স্থানেও সেটা বিরাজমান। এই ইউনিভারসাল কনসাসনেসের বিভিন্ন ভাইব্রেশন ও ফ্রিকোয়েন্সির দরুন বিভিন্ন ম্যাটার আমাদের ডাইমেনশনে বিভিন্ন শেপে রয়েছে। ম্যাটার যতই ঘন তার সাবএটমিক লেভেলে এনার্জি ফিল্ডের কম্পাংক তত কম, যত সুক্ষ তত ভাইব্রেশন ও ফ্রিকোয়েন্সি বেশি। হার্মেটিক প্রিন্সিপ্যাল সম্পর্কে যারা জানে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেটাকে ল অব ভাইব্রেশন ও ফ্রিকোয়েন্সি বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বিভিন্ন আকৃতির বস্তুর পার্থক্য সৃষ্টি হয়েছে এবং ধরে রেখেছে, যেহেতু তা অভিন্ন এনার্জি ফিল্ড বা কনসাসনেস দ্বারা তৈরি। কাফেররা এর উত্তরে বলে, আমরা উচ্চতর ডাইমেনশনের higher intelligence দের কল্পনার ফসল। এজন্যই ওরা আমাদের রিয়েলিটিকে বলছে এটা ইল্যুশন, হলোগ্রাম। উই আর ওয়ান। ইত্যাদি। আরো ক্লিয়ার করি, কনসাসনেসের ব্যপারে যে ছবি গুলো দেখেছেন, তাতে বোঝানো হয়েছে যাবতীয় সৃষ্টির স্রষ্টা মহাবিশ্ব নিজেই। এজন্য ইনফিনিট ইউনিভার্সকে মানুষের শরীরের আকারে পার্সোনিফাই করেছে। একইভাবে 'ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড' যেরকম কনসাস বুদ্ধিদীপ্ত ইউনিভার্সের কল্পনার ফসল বা ইল্যুশ্যন তেমনি আমাদের প্রত্যেক ব্যক্তির মধ্যেও এরকম উচ্চতর ডাইমেনশন আছে, অর্থাৎ ইনফিনিট পটেনশিয়ালিটি,সেটা শরীরের সাবএটমিক স্তরেও, আমাদের কল্পনার জগতেও। দেখুনঃ http://michellezarrin.com/…/up…/2017/05/FullSizeRender-6.jpg
.
http://4.bp.blogspot.com/…/6a0133f0b2fdc2970b01901cb882b697…
.
যেহেতু ইউনিভার্সের ম্যাটার তার ইমাজিমেশনের দ্বারা বিদ্যমান এনার্জির উপর প্রভাব বিস্তার করে তৈরি এজন্য আমাদের illusional Reality কে আমরাই নিজেদের ইমাজিনেটিভ ক্যাপাবিলিটি দ্বারা নিয়ন্ত্রন করতে সক্ষম!! অর্থাৎ এনার্জি ফিল্ড অবজারভারের চিন্তা/কল্পনা দ্বারা প্রভাবিত।আপনি যদি রিয়েলিস্টিক ইল্যুশন বা স্বপ্নে জাগ্রত(কনসাস) হন, তবে আপনিও রিয়েলিটির ম্যাটেরিয়ালাইজড এনার্জির পরিবর্তন ঘটাতে পারবেন। এজন্যই How matter behave, determined by the observer. সুতরাং, মিস্টিসিজমে অকাল্ট ওয়ার্ল্ড ভিউ এই যে, ইউনিভার্সের কনসাসনেস বা কল্পনা আমাদের ত্রিমাত্রিক রিয়েলিটি আর আমাদের Thought বা imagination অর্থাৎ কল্পনা রিয়েলিস্টিক ইল্যুশনে পরিবর্তন ঘটাতে পারে। অর্থাৎ একটা ইমাজিনেশন অপর একটি ইমাজিনেশনকে পরিবর্তন করে। এজন্য ইমাজিনেশন অত্যন্ত গুরুত্ব পূর্ন। ওরা বলে, আপনি যা কল্পনা করবেন বা চাইবেন সেটার দিকে কনসাস এনার্জি ফিল্ড রেস্পন্ড করবে। একে কাফেররা বলে Law of attraction বর্তমানে আমাদের দেশীয় লোকাল অকাল্ট শিক্ষাকেন্দ্র- কোয়ান্টাম ম্যাথডে একেই শেখানো হচ্ছে একটু একটু করে। আমাদের দেশে এরকম শয়তানি পেজের লিংক- https://m.facebook.com/LawOfAttractionBangla/?__tn__=%2Cg
.
ল অব এট্রাকশ্যন হার্মেটিসিজমের উপর দাঁড়িয়ে। বিস্তারিত জানুনঃ
https://m.facebook.com/islamic.cognition/photos/a.291781357945730.1073741828.282165055574027/343448226112376/
.
রন্ডা বাইরনের দ্যা সিক্রেট মুভিটিতে, মিল গিল নামের কাফেরটি বার বার ৭টি হার্মেটিক প্রিন্সিপ্যাল গুলাই বলছে। মুভির লিংকঃ
https://m.youtube.com/watch?v=EC_YmdPy2h0
.
এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, কল্পনাশক্তি কতটা এবং গুরুত্বপূর্ণ। আরো দেখুনঃ
হৃদয়ের শক্তিঃ https://m.youtube.com/watch?v=7c3AVj66ahg
.
https://m.youtube.com/watch?v=xmN2RL4VJsE
.
Mechanics of reality!! how mind creates matter:
https://m.youtube.com/watch?v=IGglrntR-9M
.
Manifest what you want
https://m.youtube.com/watch?v=SMIgyryyjak
https://m.youtube.com/watch?v=i7d5q31oIXc
.
যা কল্পনা করবেন তার দিকেই আকর্ষিত হবেনঃ
youtube.com/watch?v=rRYP8WGyR6Y
.
https://m.youtube.com/watch?v=4CJO93Q6DAU
.
এরূপ রিয়েলিটিকে পরিবর্তনের ফলপ্রসূ কল্পনা করতে সক্ষম তারা,যারা এই ইল্যুশনাল রিয়েলিটিতে কনসাস বা জেগেছে। সচেতন আলোকিত এই ব্যক্তিরা হচ্ছে এনলাইটেন্ড! এনলাইটমেন্টের জন্য আপনাকে মনকে স্থির করে কিছু কাজ করতে হয় যা আমরা ইয়োগা, মেডিটেশন শব্দ দ্বারা চিনি,সাইকাডেলিক ড্রাগ(ডিএমটি/এলএসডি/আইয়োয়াস্তকা) একাজে সাহায্য করে। যারা চিন্তা কল্পনা দ্বারা রিয়েলিটির পরিবর্তন ঘটাতে সক্ষিম তাদের কে জাগ্রত চেতনার মানুষ বলা হয়। এজন্য মিস্টিক্সদের বলতে শুনবেন," have you wake up in your dream?","what if this reality is a dream, and we die we wake up"!
.
ওরা সৃষ্টিজগতের সাবএটমিক লেভেলে এনার্জি ফ্রিকোয়েন্সি ও ভাইব্রেশনের বিভিন্নতার প্রভাবে ম্যাটারের বিভিন্ন Shape ধারনের বিষয়টিকে মৌলিক কিছু কমপ্লেক্স জিওম্যাট্রিক স্ট্রাকচার দ্বারা প্রকাশ করে। এর মধ্যে 'ফ্লাওয়ার অব লাইফ','ফ্রুট অব লাইফ','ট্রি অব লাইফ(কাব্বালা)' রয়েছে, এসবকে বলা হয় Sacred Geometry ওরা প্রকৃতির সকল অবজেক্টের একটি মৌলিক জিওম্যট্রিক প্যাটার্নকে বেছে নিয়েছে। সেটা মেটাট্রনকে কিউব।এর মধ্যে অন্য জ্যামিতিক পাচটি প্লেটোনিক সলিডও খাপ খায়। ওরা বলে এটাই হচ্ছে মহাবিশ্বের সকল ম্যাটারের বিল্ডিং ব্লক। বলা হয় Sub atomic স্তরে matter, energy রূপে এসকল বেসিক জ্যামিতিক আকৃতির উপর ভিত্তি করে রয়েছে। এজন্য দেখবেন সমস্ত এলিট ম্যাসনিস্টরা কিউবের পূজা করে। সর্বত্র কিউব সিম্বলিজম।
https://en.m.wikipedia.org/wiki/Sacred_geometry
Sacred Geometry:
https://m.youtube.com/watch?v=FSmdSw9eEIA
.
https://m.youtube.com/watch?v=V3A9lKPKayI
.
Cube symbolism:
https://m.youtube.com/watch?v=O12IBhMUlEM
এমনকি হলিউডও ছাড়ে নি এর প্রচার করতে, কিন্তু খুব কমই বোঝে।দেখুন পিটার কুলেনের ভারী গলায় অপটিমাস প্রাইম ট্রান্সফরমারের শুরুতে কি বলছেঃ
https://m.youtube.com/watch?v=W3gegXFjISM
.
উপরে প্লেটোনিক সলিড নিয়ে সামান্য বলেছি, সেটা হচ্ছে চারটি(পৃথিবী,পানি,বায়ু,আগুন) জিওমেট্রিক প্যাটার্ন যা দ্বারা থ্রিডি ডাইমেনশন গঠিত বলেছেন প্লেটো। এরিস্টটল পাচ নম্বর যুক্ত করেন। সেটা হচ্ছে ইথার। ইংরেজিতে বলা হয়- cube, octahedron, icosahedron, tetrahedron,Dodecahedronপ্লেটনিক সলিড এস্ট্রলজির সাথে সংযুক্ত। দেখুনঃ https://en.m.wikipedia.org/…/Astrology_and_the_classical_el…
.
সর্বোপরি জাদুচর্চায় প্লেটনিক সলিড অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যারা জাদুবিদ্যার ব্যপারে সামান্যও জানেন, তারা জানেন একজন জাদুকর যতই নিরক্ষর মূর্খ হোক না কেন, সে যাদু করার সময় এই প্লেটনিক সলিডের কনসেপ্ট ব্যবহার করে।সে নিজেও হয়ত এর ব্যাখ্যা জানে না কিন্তু ঠিকই এর চর্চা করে! টিভিতেও প্রায়ই কাফেররা এসব দেখায় কিন্তু অধিকাংশই জাদুবিদ্যার গুপ্তবিষয় গুলো ডিকোড করতে পারে না, ওরা সাবকনসাসলি ব্রেইনওয়াশ করে। দেখুনঃ https://en.m.wikipedia.org/…/Classical_elements_in_popular_…
এত বিশাল একটা ব্যপার এতক্ষন লেখবার উদ্দেশ্য এই যাতে করে মহাজ্ঞানী আইনস্টাইনের উপরিউক্ত ছবিতে উল্লিখিত কথার মর্মোদ্ধার করতে পারেন। প্রথমেই বলেছিলাম, সেটা Pure Occult magical quote আশা করি এখন বুঝতে পারছেন তিনি কি বলেছেন। তিনি ইউনিভার্সের গুপ্ততত্ত্ব যা যাদুকর-ম্যাসনিস্টরা জানেন তা ভাল ভাবেই জানেন এবং মানেন। উহাই ফিজিক্স! এজন্যই এনার্জি= এমসি স্কয়ার! যাহা ম্যাটার রূপে আমরা দেখি উহাই বস্তুত এনার্জিতিনি বলেনঃ
“Concerning matter, we have been all wrong. What we have called matter is energy, whose vibration has been so lowered as to be perceptible to the senses. There is no matter.”

এজন্যই তিনি Hermetic Law of attraction এর সুস্পষ্ট বর্ননা দিয়ে বলেছেনঃ "Everything is energy and that’s all there is to it. Match the frequency of the reality you want and you cannot help but get that reality. It can be no other way. This is not philosophy. This is physics" সবকিছুই এনার্জি।আপনাকে শুধুমাত্র ইল্যুশনাল রিয়েলিটির ফ্রিকোয়েন্সি- ভাইব্রেশনের সাথে প্রত্যাশাকে ইমাজিনেশনের দ্বারা মেলাতে হবে,তবেই আপনি আকাঙ্ক্ষিত কল্পনাকে সত্যরূপে পাবেন। এটা কিন্তু কোন মিস্টীক্যাল অচল দর্শন নয়, এটাই ফিজিক্স https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fb0/1.5/16/1f609.png;) https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f2d/1.5/16/1f606.png😆আসলেই তার অতল (occult)জ্ঞানের তুলনা হয় না https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/ff8/1.5/16/1f61b.png:p হোক না সে (অপ)বিদ্যাটা প্যাগান সর্সারারদের(যাদুকর), হোক না সেটা ফ্রিম্যাসনিস্ট বা শয়তানের পরোক্ষ পূজারীদের। এটাই ফিজিক্স। এটাকেই চোখ বন্ধ করে মেনে নিতে হবে https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fa5/1.5/16/1f642.png:)
.
কিভাবে হার্মেটিক প্রিন্সিপ্যাল গুলো এপ্লাই করবেন সেটা আইনস্টাইন না বললেও আমি গোপন করব না। দেখুনঃ https://m.youtube.com/watch?v=iEGlZinHfMc
.
সুতরাং যাদুবিদ্যার ওয়ার্ল্ডভিউতে(Occult worldview) কল্পনা শক্তি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আইনস্টাইন ভাল মতই জানতেন। এজন্য বলেছিলেনঃ
"Imagination is more important than knowledge".
.
"Logic will get you from A to Z ; imagination will take you everywhere"
.
সত্যিই অকাল্ট ওয়ার্ল্ডভিউ অনুযায়ী ইহা ধ্রুবসত্য। কল্পনাই সবকিছু। এই মহামানবের জ্ঞানের পরিধি আচ করতে পারি যখন তার এই কথা পড়ি যে, "Imagination is everything. It is the preview of the life's coming attractions"
.
অকাল্ট ওয়ার্ল্ডভিউতে ইউনিভার্সের কালেক্টিভ কন্সাসনেসের সমুদ্রে আমাদের ক্ষুদ্র পরিসরের চেতনাই স্পেস টাইমের অনুভূতি সৃষ্টি করে এবং ম্যানিপুলেট করে, স্পেস টাইম আলাদা কোন অবস্থা নয়। আইনস্টাইন দাদা ভুল বলেননি।
"Space and time are not conditions in which we live, they are modes in which we think”
.
মডার্ন ফিজিক্সের এই মহান পথিকৃৎ জানতেন
এই রিয়েলিটি নিছক ইল্যুশন। এজন্য তিনি বলতে ভুল করেন নি যে, "Reality is merely an illusion, albeit a very persistent one".
.
আরো এই ইল্যুসিভ রিয়েলিটির ব্যপারে আরো বলেনঃ
"people like us, who understand physics know that the distinction between past present and future is only a stubbornly persistent illusion."
.
আমি কি একাই তার অগাথ জ্ঞানের তারিফ করব? আপনারা অংশ নেবেন নাহ? ওফ!!!
তিনি তার অপরিমেয় ধীশক্তি এবং অন্তর্নিহিত অগাথ জ্ঞানের দ্বারা বুঝতে পেরেছিলেন ইউনিভারসাল কনসাসনেসকে। এজন্য তিনি একথা বলতে ভুল করেননি যে, " A human being is part of a whole, called by us the ‘Universe’ —a part limited in time and space. He experiences himself, his thoughts, and feelings, as something separated from the rest—a kind of optical delusion of his consciousness. This delusion is a kind of prison for us, restricting us to our personal desires and to affection for a few persons nearest us. Our task must be to free ourselves from this prison by widening our circles of compassion to embrace all living creatures and the whole of nature in its beauty.”
.
আরো সুস্পষ্টভাবে বলেনঃ
“Our separation of each other is an optical illusion of consciousness.”
.
আসেন আমরা বলা শুরু করি "উই আর ওয়ান"। কি বলবেন না! আরে ভাই, ফিজিক্স মানতে হপে তো। দেখেন ওরা কতসুন্দর করে বলেঃ
https://m.youtube.com/watch?v=kNIbkVf_Lko
.
https://m.youtube.com/watch?v=pIJHJzDQcRM
.
সকল অকাল্ট(গুপ্তবিদ্যার/যাদুবিদ্যার) ট্রেডিশন একমত যে সাবএটমিক লেভেলে রিয়েলিটি একটাই। সব কিছুই এনার্জি। একক এনার্জেটিক ফিল্ড অব রিয়ালিটি!! স্ট্রিং থিওরি তো তা এখন ব্যাখ্যা সহ বলছে। এত জ্ঞান আইনস্টাইন কোথায় পেলেন! অবাক করে!! তিনি বলেনঃ "“Concerning matter, we have been all wrong. What we have called matter is energy, whose vibration has been so lowered as to be perceptible to the senses. There is no matter.”
.
"There is no place in this new kind of physics for the field and matter, for the field is the only reality"
.
যে কারনে মিস্টিক্স - ফ্রিম্যাসনিস্ট- যাদুকররা বলে, এই ইল্যুশনাল কস্মিক কনসাস্নেসে আমাদের অবস্থা কিছু এনার্জির ভাইব্রেশন ফ্রিকোয়েন্সির আলাদা স্বত্ত্বা যদিও এটা আসল 'এক' স্বত্ত্বার অংশ মাত্র। এই আলাদা স্বত্ত্বার জেলখানার ন্যায় সীমাবদ্ধ অনুভূতি থেকে কস্মিক কনসাস্নেসে নিজেদেরকে আবিষ্কার করতে হবে। এটাই আসল ধর্ম, এজন্যই 'উই আর একচুয়াললি ওয়ান'! (নাউজুবিল্লাহ)। কত সুন্দরভাবে আইনস্টাইন সাহেব এর বর্ননা দিলেন! অপরিমেয় (কুফরি)জ্ঞান।
.
মিস্টিক্স-জাদুকরদের কাছে যে বিদ্যা। সেটা তাদের কাছে নয় শুধু, আইনস্টাইনের কাছেও! পার্থক্য শুধু এই যে, আইনস্টাইনরা ম্যাথ-ইকোয়েশন ব্যবহার করে,আর যাদুকররা তেমনটা করেনা।এজন্য তিনি বলেনঃ
"That which is impenetrable to us really exists. Behind the secrets of nature remains something subtle, intangible, and inexplicable. Veneration for this force beyond anything that we can comprehend is my religion.”
.
"True religion is real living; living with all one's soul, with all one's goodness and righteousness. - Albert Einstein
.
তিনি বলেনঃ
"No problem can be solved from the same level of consciousness that created it"
এজন্যই কস্মিক কনসাসনেসই সব।
.
মিস্টিক্সরা কখনোই হতাশ হয় না। আপনি কি রন্ডা বাইরনের দ্য সিক্রেট মুভিতে দেখেননি কিভাবে ল অব এট্রাকশনের টিচাররা বিগ ড্রিমিং এর জন্য ইন্সপায়ার করেছেন। যা চান সেটার মনছবি আকুন, কল্পনা করুন। এটা কোয়ান্টাম ম্যাথডে গিয়েও শুনবেন।আপনার যা আছে তার চেয়েও কল্পনাশক্তি শক্তিশালী। কেন তা জানেন। কারন আপনার কনসাস থট এনার্জি কস্মিক এনার্জি ফিল্ডের ভাইব্রেশন পরিবর্তন করে আর আপনার প্রজেক্টেড ফ্রিকোয়েন্সির দিকে আকৃষ্ট হয় এবং স্বপ্ন রিয়েলিটি তে রূপ নেয়। হার্মেটিক কোটেশনটা সুন্দর আইনস্টাইন ছাহেবের। https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f2d/1.5/16/1f606.png😆
"Never give up on what you
really want to do. The
person with big dreams is
more powerful than one
with all the facts." -Albert
Einstein
.
এখন হয়ত হালকা বুঝতে পারছেন, যে মিস্টিক্স বা যাদুকরদের কাছে ইউনিভার্স একটা কনসাস ব্রেইন। আর আমাদের রিয়েলিটি হচ্ছে এর কল্পনা। এজন্য এটা ইল্যুশন। আর এই রিয়েলিটিতে আমাদের খাচার ন্যায় এনার্জি-ফ্রিকোন্সি-ভাইব্রেশনের সমন্বয়ে গঠিত তনুমনটা হচ্ছে ইউনিভার্স নামের বিশাল তথ্যভাণ্ডার স্বরূপ ব্রেইনের তথ্যের রিসিভার। এজন্য intuition(স্বজ্ঞা) অত্যন্ত স্যাক্রিড, শক্তিশালী এবং বিশুদ্ধ জ্ঞানের উৎস। intuitive mind শুধু অজানা অচেনা রহস্যবাদীদের কাছেই না, সুফি-বাতেনিয়্যাহদের কাছেও অত্যন্ত পবিত্র জ্ঞানের উৎস। ইমাম শানকিতী রহিমাহুল্লাহ তার কিতাব আদওয়াউল বায়ানে বলেনঃ"
Al-Qurtubi (may Allaah have mercy on him) said:
Our Shaykh, Abu’l-‘Abbaas, said: some heretics who followed batiniyyah (esoteric teachings) wanted to follow a path that did not enjoin these shar’i rulings. They said: these general shar’i rulings are obligatory upon the Prophets and the masses only. As for the awliyaa’ and the elite, they do not need those texts. Rather what is required of them is what they receive in their hearts through intuition and the thoughts that dominate their minds. They said: this is because their hearts are free of anything that may cause distraction and of thoughts of anything other than Allaah. In this manner divine knowledge becomes manifest to them, and they discover the secrets of creation and learn the rulings concerning minor issues, thus they are no longer subjected to the holistic shar’i rulings. This is what happened in the case of al-Khidr who, by means of the knowledge that was made manifest to him was rendered independent of the knowledge that Moosa had. One of the things that they narrated was the words: “Consult your heart, no matter how many people give you fatwas and advice.”
Our shaykh (may Allaah be pleased with him) said: These are the words of heresy and kufr; the one who says them should be executed without being asked to repent, because he has denied that which is known from the sharee’ah. For Allaah has set up the system by His wisdom in such a way that His rulings can only be known through His Messengers who are ambassadors between Him and His creation. They are the only ones who convey His Message and His words from Him, explaining His laws and rulings, and He has chosen them for that purpose."
বিস্তারিতঃ https://islamqa.info/en/22245
.
অতএব উলামাগনদের থেকে স্বীকৃতি পাওয়া যায়, যারা এরূপ ইনটুইশনের কথা বলে তাদেরকে কোনরকম রিপেন্টেন্সের সুযোগ দেওয়া ছাড়াই হত্যা করতে হবে। আলহামদুলিল্লাহ।
.
অতএব intuitive mind যে কতটা পবিত্র এবং গুরুত্বপূর্ন(নিকৃষ্টতম কাফেরদের কাছে) তাহা বলার অপেক্ষা রাখে না। মহাগুরু আইনস্টাইন বলেনঃ
"The intuitive mind is a sacred gift and the rational mind is a faithful servant. We have created a society that honors the servant and has forgotten the gift"
.
একা একাই কারন বিনা জ্ঞান অর্জন হচ্ছে অকাল্টিস্টদের একটি গুরুত্বপূর্ণ সাইকিক এবিলিটি। আরো জানুনঃ
https://en.m.wikipedia.org/wiki/Intuition .
.
'
রিলিজিয়াস মিস্টিক্স আইনস্টাইন Isaac Newton এর মত অলটার স্টেট অব কনসাস্নেসে যেতেন। আইনস্টাইন এর নাম দেয়, 'মাইন্ড এক্সারসাইজ ' এর পরেই তিনি থিওরি ও ইকুয়েশন নিয়ে হাজির হতেন। দেখুনঃ
https://m.youtube.com/watch?v=2BiTWFdnd7Q
.
mystic
দের সাধনায় সিদ্ধিলাভের জন্য altered state of consciousness এর প্রয়োজনীয়তার বিকল্প নেই। এজন্য তারা যোগ-মেডিটেশন করে, সাইকাডেলিক ড্রাগ নেয় । অনেকসময় বিশেষ যন্ত্রে এমনি শব্দেরও সাহায্য নেয়।দেখুন ওরা কি করছে ও বলছেঃ https://m.youtube.com/watch?v=eLSXYagAzUI
.
https://m.youtube.com/watch?v=SCJYK8x4cK4
.
https://m.youtube.com/watch?v=-3Q9oXd8m04
.
আইনস্টাইনের ফ্যানবয়রা যে কেন গুরুকে ভালভাবে অনুসরণ করে না, বুঝিনা।
.
অকাল্টিস্টরা নাস্তিক হয় না, তারা কোন ধর্ম পালন করেন না।এদের অল্প কিছু স্পিরিচুয়ালিস্ট বলেও দাবী করে। কনসাস ইউনিভার্সকেই এরা মা'বুদ বলে (নাউজুবিল্লাহ)। আগের যুগের বিখ্যাত বিজ্ঞানীদের খুব অল্প সংখ্যক নাস্তিক পাবেন। মিস্টিক্স বা এসোটেরিস্টরা আস্তিক বললেও প্রচলিত ধর্মের প্রতি চরম বিতৃষ্ণা থাকে। এজন্য কোন ধর্ম পালনকে জরুরী মনে করেন না।আগেই বলেছিলাম মিস্টিক্সরা খ্রিষ্টান হাতে নিপীড়িত হয়েছিল এটা বলে যে সৃষ্টিকর্তার(ওদের বিশ্বাস অনুযায়ী -ইউনিভার্সাল কালেক্টিভ কনসাসনেস) সাথে যোগসূত্র স্থাপন করতে কোন ধর্মপালন করা লাগে না। (বস্তুত,এরা আস্তিক দাবি করলেও বৃহত্তর ক্ষেত্রে বিশ্লেষণ করলে এদের বিশ্বাসগত অবস্থান নাস্তিক্যবাদী মুদ্রার অপর পিঠে। এরা নাস্তিকদের চেয়েও বড় শ্রেনীর কাফের এবং তাগুতের পর্যায়ভুক্ত। কারন-Monism/pantheism! এদের কিছু কিছু স্কুল অব থট শয়তানেরই পরোক্ষভাবে উপাসনা করে, কেউ বা ধর্মদ্রোহী তাগুত)। বিপরীতে নন মহাগুরু আইনস্টাইন। তিনি বলেনঃ
"Hence it is absurd for religion to proscribe Galileo or Darwin or other scientists. And it is equally absurd when scientists say that there is no God. The real scientist has faith, which does not mean that he must subscribe to a creed."
.
সাধারন প্যাগান মিস্টিক্সরা চায় প্রচলিত ধর্মগুলো ইলিমিনেট করে ওয়ানওয়ার্ল্ড কস্মিক রিলিজিয়ন থাকুক। ওরা সবচেয়ে বেশী ঘৃনা করে ইব্রাহীমের(আ) দ্বীনকে। সাথে পূর্বের আসমানী কিতাবগুলোর আদর্শকেও, সেসব তাদের চোখের বালি । মিস্টিক্যাল ডক্ট্রিন বিল্টিন যেসব প্যাগান ধর্মে আছে সেটাই তাদের পছন্দ, এজন্য পূর্বাঞ্চলীয় রহস্যবাদ(হিন্দু/বৌদ্ধমত), জাদুবিদ্যার্থীদের জ্ঞান সবচেয়ে বেশি তাদের কাছে সমৃদ্ধ। তাই হিন্দুবৌদ্ধ ধর্মের জয়জয়কার। এরও অনেক কারন আছে। সেদিকে না যাই। শুনলে অবাক হবেন ইউএন বা ইউনাইটেড ন্যাশনও ইউনিভারসাল পিসের জন্য ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ন গঠনের লক্ষ্যে কিছু ইস্টার্ন মিস্টিক্যাল স্কুলের সাথে কাজ করছে। ভারতের আনন্দমর্গ,ব্রহ্মকুমারী এরকম কিছু হিন্দুবৌদ্ধ(ইস্টার্ন মিস্টিসিজম) ধর্মাদর্শের এসোটেরিক(বাতেনি) ট্রেডিশন,যাদের সাথে ইউএন কাজ করছে। ইস্টার্ন মিস্টিসিজম বা অকাল্ট ডক্ট্রিনে সবচেয়ে এডভান্স হচ্ছে বৌদ্ধধর্ম। আমি ভেবে পাই না জ্ঞানের মহাভান্ডার আইনস্টাইন দাদা এত কিছু বলে কি করে। তিনি বলেনঃ
"The religion of the future will be a cosmic religion. It should transcend personal God and avoid dogma and theology. Covering both the natural and the spiritual, it should be based on a religious sense arising from the experience of all things natural and spiritual as a meaningful unity. Buddhism answers this description…. If there is any religion that could cope with modern scientific needs it would be Buddhism."
—ALBERT EINSTEIN
.
"The religious geniuses of all ages have been distinguished by this kind of religious feeling, which knows no dogma and no God conceived in man's image; so that there can be no church whose central teachings are based on it."
.
"But there is a third stage of religious experience which belongs to all of them, even though it is rarely found in a pure form: I shall call it cosmic religious feeling."
.
"The beginnings of cosmic religious feeling already appear at an early stage of development, e.g., in many of the Psalms of David and in some of the Prophets. Buddhism, as we have learned especially from the wonderful writings of Schopenhauer, contains a much stronger element of this."
(science and religion, New York times, 1930)
.
যাহোক, আইনস্টাইন সাহেবের ন্যায় আসুন আমরাও বৌদ্ধধর্ম(ইস্টার্ন মিস্টিসিজম) ভিত্তিক একটা কস্মিক ধর্মের প্রত্যাশা করি যেথায় কোন ধর্মীয় অনুশাসন নেই, নেই কোন সৃষ্টিকর্তা। করবেন না?? https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f85/1.5/16/1f631.png😱 কেন বলুন তো! আপনি প্রত্যাশা না করলেও এসে গেছে। দুদিন পর কল্কিই আসছে স্বয়ং। জানেন তো বৌদ্ধধর্মের কালচক্রে ইসলামের ব্যপারে কি বর্ননা আছে? না জানলে পড়ুনঃ
https://m.facebook.com/story.php?story_fbid=385768245213707&
.
বৌদ্ধ প্রিয় আইনস্টাইন একাই নন। এই প্রীতি দ্বিপাক্ষিক। দেখুন একবৌদ্ধ আইনস্টাইনএর কথার উপর ভিত্তি করে বৌদ্ধধর্মের 'বৈজ্ঞানিকতা' জাহির করছে । https://www.wildmind.org/…/quo…/quote-einstein-connectedness
.
সকল প্যাগানদের কাছে সর্বেশ্বরবাদী মতাদর্শ হচ্ছে শান্তিপ্রিয় এবং বৈজ্ঞানিক। আপনি অবশ্যই দেখবেন ওয়েস্টার্ন মিস্টিকের ইস্টার্ন প্যান্থেইস্টিক ধর্ম গুলো কত প্রিয়! এর কারন, হচ্ছে ওদের দ্বীন হচ্ছে তাওহীদের বিপরীতের দ্বীন। আল ইত্তেহাদ। এটাই কমন গ্রাউন্ড।কেন ওরা স্বজাতীয় জিনিসকে ভালবাসবে না বলুন! এজন্য 'রিলিজিয়াস মিস্টিক' আইনস্টাইনের পাওয়ারফুল ইস্টার্ন মিস্টিক্যাল রিলিজিয়াস ট্রেডিশন বৌদ্ধধর্মের প্রতি ভক্তি টি শতভাগ যুক্তিযুক্ত। তিনি মূলত আব্রাহামিক ফেইথের বিরোধী ছিলেন। সেটা সামনের আলোচনায় বুঝবেন।
.
কি করে আইনস্টাইন জানলেন ই=এমসিস্কয়ার? জনপ্রিয় প্যাগান মিস্ট্রি স্কুল "থিওসফির" অনুসারীরা একটি ঘটনা তুলে ধরেন। আইনস্টাইনের টেবিলে নাকি থিওসফির কিতাব "সিক্রেট ডক্ট্রিন" থাকতে দেখা যেত।সিক্রেট ডক্ট্রিন হেলেনা পেত্রোভনা ব্লাভাস্তকির লেখা কুফরের ভান্ডার। থিওলজিকাল নলেজ তিনি লাভ করেন একাধিকবার দুইজন শয়তান জ্বীনের কাছে থেকে। সেসব নিয়ে সামনে আলোচনা হবে।আপাতত এই বিষয়টা বিস্তারিত পড়ুনঃ
How Did Albert Einstein Intuit (Grok ) E = mc2 ?
Answer:
That ' s easy . . . He looked it up in The Secret Doctrine. ( 1 )
Here' s the Background:
On the 20th Anniversary of Einstein ' s death ( 1975 ) , physicist Richard Feynman was quoted in Time magazine as saying , " I cannot understand how he arrived at the intuition ( 2 ) leading to E - mc ^ 2 , considering the level of scientific knowledge at the time . "(1905 )
A niece of Einstein reported that a copy of the Secret Doctrine was always on his desk .
( 3 ) Another witness , Jack Brown , reports similarly in an article , " I
visited Professor Einstein . " ( 4 )
Here' s the story as I got it :
Sometime , around the mid 1970 s , I was attending a lecture by a foreign visitor at the United Lodge of Theosophists in New York City . . . After the talk, a group of ULT associates and I met the speaker , Mrs . Wadia , the elderly British born widow of a well known Indian theosophical writer and lecturer . She was accompanied by several other Indian women dressed in Saris .
Mrs . Wadia , or one of the other women with her ( I do not remember their names ) told us that when she was at the Theosophical Publishing Company in Adyar during the mid 1960 s , she met Einstein ' s niece , who said she had come to the TPC headquarters to offer their library the book that was at the bedside of her uncle when he died. Mrs . Wadia ( or the speaker ) said that she and several others at the Adyar Lodge gratefully accepted the worn out and dog - eared copy of the first edition of The Secret Doctrine - The Synthesis of Science , Religion and Philosophy by H . P . Blavatsky .
I asked whether she actually handled and opened the book . She answered that she had. When I specifically asked if there were any margin notes, she said that the book was heavily notated and underlined , and that the margins were covered with scribbles and other markings that none of them could make heads nor tails of . ( What would we give to get a look at them?) When
someone else asked what happened to the book, she said, it was still in the library of the Lodge in Adyar .
Whether it could still be found there today , is anybody' s guess . . ( If anyone gets to read its " scribbles " as a result of this lead , please let me know . )
This information, however , led me to re -evaluate the " Secret Doctrine " which I had been studying for the past many years ( and which was already heavily underlined and margin notated - - but mostly of philosophical, occult , symbolical, and comparative religion significance) .
I immediately Purchased a new facsimile edition of The Secret Doctrine ( The Theosophy Company , Los Angeles) with the intention of starting all over . . . But, this time , specifically to study its deeper scientific teachings with reference to the linkages between consciousness, mind and their associated biological organs and organisms ( since most of its teachings in cosmology
and physics had already been culled and expanded by Einstein , Planck , Millikan , Heisenberg , Bohr , Gell - Mann , Feynman , Hawkings and many others ) .
My continuing study since that time ( and the margin notes it engendered ) led me ultimately to the present holographic consciousness theory of Astro Biological Coenergetics and the beginnings of a new scientific paradigm and technology derived from it - - that I am still working on. . . Hopefully, " next year ( or the year after : - ) , Jerusalem. " ; - )>
.
Leon H . Maurer
New York , October 29 , 1997
.
P . S . I ' m not sure if my letter to Feynman in 1975 , ( telling him where Einstein got his insight ) pointed him to the SD . ( He never responded. ) But it wasn' t really necessary for his own work . . . Since , Einstein ( and Millikan , for another - - but that ' s another story ) had already been there. : - )
"You can tell the seriousness of a scientific theory by how much fun the discoverer had in writing about it . " - A . N . Onymous ( or Al . Einstein : )
———————————————————————————
Notes :
( 1 ) The Secret Doctrine - The Synthesis of Science Religion and Theosophy , H . P . Blavatsky , The Theosophy Company , London, Madras , 1888
( 2 ) " . . . mass or substance is equivalent to energy and that time and space are integral parts of the substance - energy continuum . . . , " Cranston , S. L. , HPB ; : the
extraordinary life and influence of Helena Blavatsky , founder of the modern theosophical movement , G . P . Putnam ' s Sons , 1993 , 434 ; ibid, Ref : Notes , Part 7 , Note 21 , 606 " A. March and I . M Freeman , The New World of Physics, 1963 ; quoted in Sunrise , November 1975 , 81"
( 3 ) " Iverson Harris , The Journal of San Diego History , San Diego ( California ) Historical Society, Summer , 1974 , 16. In checking this information it was learned that a niece of Einstein ' s , in India during the 1960 s , paid a visit to the headquarters of the Theosophical Society at Adyar . She explained that she knew nothing of theosophy or the society , but had to see the place because her uncle always had a copy of Madame Blavatsky ' s
Secret Doctrine on his desk . The individual to whom the niece spoke was Eunice Layton , a world renowned theosophical lecturer who happened to be at the reception desk when she arrived . While in Ojai , California , in 1982 , Sylvia Cranston met Mrs . Eunice Layton , who confirmed the story. " ( Cranston , S. L. , HPB ; :
the extraordinary life and influence of Helena Blavatsky , founder of the modern theosophical movement , G . P . Putnam ' s Sons 1993 , Notes , Preface, Note 11, 557 )
( 4 ) " Ohai Valley News , Ohai , California , September 28, 1983 . " ( ibid, Notes , Preface, Note 12 . , 558 . )
Related Secret Doctrine references
Some references pertaining to Einstein ' s theory of relativity ( E = MC 2) , Heisenberg ' s theory of indeterminacy, holographic universe , etc. From The Secret Doctrine by H . P . Blavatsky , 1888 , The Theosophical Press , Adyar , India ( facsimile reprint, 1964, The Theosophy Company)
Book- Page Text
1 - 29 " Everything that exists has only a relative , not an absolute reality, since the appearance which the hidden noumenon assumes for any observer depends on his power of cognition ( Ref : Indeterminacy theorem) but all things are relatively real , for the cogniser is also a reflection, and the things cognised are therefore as real to him as himself . "
1 - 45 " Metaphysical abstractions are the only conceivable cause of physical concretions a process of conversion of metaphysics into physics, analogous to that by which steam can be condensed into water , and the water into ice. " ( Ref : General laws of Phase Change Also Chaos, Complexity, Universal Inflation , Symmetry , etc . )
1 - 75 " . . . there is but one universal element which is infinite , unborn , undying all the rest -as in the world of phenomena - are but so many various differentiated aspects and transformations ( correlations as they are now called )" ( Ref : Conservation of Matter / Energy , Special Relativity , General Relativity , etc . )
1 - 77 " It ( occult philosophy ) indicates existence of things imperceptible to our physical senses" ( Ref : all sub - molecular physics and chemistry)
1 - 83 " Brahmâ ( Sanscrit name of precursor of Universe) " expands " and becomes the Universe, woven out of its own substance . " ( Ref : Big Bang theory , Inflationary theory , String Theory, etc . )
1 - 120 " The radical unity of the ultimate essence of each constituent part of compounds in nature is the one fundamental Law" ( Ref : Unified Field theories , GUTs , High Energy physics, Quark theories, General Relativity , etc .
1 - 143 ( footnote ) * * " consider all the forces of nature as veritable , though super sensuous , states of matter " ( Ref : General Relativity , E =MC2 , Quantum Chromodynamics , etc . )
1 - 146 " Electricity , Light , Heat , etc . ( i . e. energy ) i . e. supersensuous states of matter light is - a supersensuous state of matter in motion, a Nature Force " ( Ref : General Relativity , E =MC2 , Special Relativity , Photoelectricity, Quantum Thermodynamics , etc . )`
1 - 147 " all the so called Forces of Nature , Electricity , Magnetism , Light , Heat are in esse i . e. in their ultimate constitution , the differentiated aspect of that universal motion discussed ( earlier ) ( see Proem )" ( Ref : General Relativity , E =MC2 , Special Relativity , Photoelectricity, Quantum Thermodynamics , etc . )
.
মিস্টিক্স বা যাদুকরদের জ্ঞানের একটা সোর্স হচ্ছে তাদের সাথে থাকা 'হায়ার সেল্ফ'বা 'এক্সট্রা ডাইমেনশনাল হাইলি ইন্টেলেকচুয়াল বিং'/'ইনভিসিবল স্পিরিচুয়াল বিং'(শয়তান জ্বীন/ক্বারিন)। ওরা এসব নামেই সম্বোধন করে। একাকিত্ব,নীরবে চিন্তা, এবং মেডিটেশনের দ্বারা তাদের সাথে তাদের আত্মকে যুক্ত করে। জ্ঞান আহরন করে, জীবনের দিকনির্দেশনা নেয়। বুঝলাম না আইনস্টাইন কি বললেন এখানে!! ইয়ে মানে.... থাক.. অনেক বলেছি...https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f2d/1.5/16/1f606.png😆
.
"Although I am a typical loner in my daily life, my awareness of belonging to the invisible community of those who strive for truth, beauty, and justice has prevented me from feelings of isolation."
.
একটা সময় ছিল, যখন শয়তানের পূজারী এবং বামপন্থী অন্যতম শক্তিশালী মিস্টিক্স তথা থিওসফিস্টদের সাথে বিতর্কে লিপ্ত হতাম। বিশেষ করে শয়তানের পূজারীরাদের(থেইস্টিক স্যাটানিস্ট) যখন বলতাম, কেন তোমরা তোমাদের সত্যিকারের সৃষ্টিকর্তাকে মান্য করো না(?) ওরা উত্তর দিত যে, করুনাশীল সৃষ্টিকর্তা কি করে নিজেই সৃষ্টি করে নিজেই আবার শাস্তি দেন! সৃষ্টির কি দোষ! এরূপ পালনকর্তাকে আমরা মানি না। এজন্যই বিদ্রোহ করে শয়তানের উপাসনা করি। একই রকম একদল রহস্যবাদী/আধ্যাত্মবাদী বা অকাল্টিস্টরাও বলে। আমাদের দেশের এসোটেরিস্ট/মিস্টিক্স বাউলধর্মমতের অনুসারীদের গান নিশ্চয়ই শুনেছেন, "যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ(?)"
একই প্রশ্ন আইনস্টাইনেরও। এজন্যই তিনি তাওহীদের দ্বীনকে প্রত্যাখ্যান করেছেন! তিনি বলেনঃ
.
“I cannot imagine a God who rewards and punishes the objects of his creation, …Neither can I believe that the individual survives the death of his body, although feeble souls harbor such thoughts through fear or ridiculous egotism.
~ Albert Einstein, as quoted in his New York Times Obituary, April 19, 1955)
.
কিছুদিন আগে হাইকোর্টের সামনে গ্রীক দেবীর মূর্তি নিয়ে কদিন তুলকালাম চলছিল। তখন টিভিতে এক মুর্তাদের ভিডিও কনফারেন্স সাক্ষাতকার নিতে দেখি। ও মূর্তির রাখবার পক্ষে বলছিল, সবার আগে বলে নেয়, 'আমি একজম ধর্মপ্রাণ মুসলিম, পাচ ওয়াক্ত নামাজ পড়ি...' আরেক মুর্তাদ নারী পর্দাপ্রথা বিরুদ্ধে বলার শুরুতে বলে নেয়, 'আমি একজন মুসলিম নারী!
'
তেমনিভাবে,একজন বিচারক হিসাবে এক সৃষ্টিকর্তাকে এবং পরকালের অস্তিত্বকে অস্বীকার করতে গিয়ে আইনস্টাইন সাহেব প্রথমেই বলে নেয়, "আমি একজন গভীর ধার্মিক মানুষ "! তিনি বলেনঃ
I am a deeply religious man. I cannot conceive of a God who rewards and punishes his creatures, or has a will of the type of which we are conscious in ourselves. An individual who should survive his physical death is also beyond my comprehension, nor do I wish it otherwise; such notions are for the fears or absurd egoism of feeble souls. Enough for me the mystery of the eternity of life, and the inkling of the marvelous structure of reality, together with the single-hearted endeavor to comprehend a portion, be it ever so tiny, of the reason that manifests itself in nature. [The World As I See It]
.
এজন্যই উপরে তার Abrahamic religion এর প্রতি চুলকানীর কথা বলেছিলাম। আইনস্টাইনের কাছে শেষ দিবসে আল্লাহর বিচার,জান্নাত,জাহান্নাম,পরকাল,এমন এক পালনকর্তা যিনি বিচার করে সৃষ্টজীবকে শাস্তি দেয় ইত্যাদি বিশ্বাস হচ্ছে ভীতু, অযৌক্তিক অহমিকাপূর্ন বিকলাঙ্গ আত্নার ভ্রান্ত চিন্তা। অর্থাৎ টিপিক্যাল কাফের। রিয়েলিটির মার্ভেলাস স্ট্রাকচারের রহস্য উদঘাটন করবে কিন্তু এর স্রষ্টার বিধিবিধান মানতে নারাজ। আপনারা দেখেছেন তাওহীদের বিপরীত শিক্ষার ধর্ম তার কত প্রিয়, আর তাওহীদ ভিত্তিক বিশ্বাসে কতটা এলার্জি।
.
সিলিসূত্র.কমে আইনস্টাইন ও স্বামী বিবেকানন্দের মিস্টিক্যাল আইডিওলজির কম্পারিজনটা সুন্দর।পড়ুনঃ https://sillysutras.com/einsteins-mystical-ideas-about-god…/
.
ঠাকুর ঘরে কে রে(?), আমি কলা খাই না! আসলেও আমরাও স্পষ্টভাবে দেখেছি আইনস্টাইনও কলা খান না। নিজেও বলছেনঃ
"mysticism is in face the only criticism that people can not level against my theory."
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f2d/1.5/16/1f606.png😆https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f2d/1.5/16/1f606.png😆
.
গোটা মতাদর্শ এবং চিন্তা অকাল্টিস্ট, মিস্টিকদের। কিন্তু ঘোষনা দিচ্ছেন তিনি কলা সেবন করেন না। হাহা। হ্যা, আমিও তার সাথে একমত তার থিওরি মিস্টিসিজম নয়, বরং অকাল্টিজম। https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fb0/1.5/16/1f609.png;)
.
নিউইয়র্ক টাইমসে আসা কিছু বাক্যাংশ অসত্য নয়।
Albert Einstein was not only a great scientist but a wise philosopher and a pragmatic “true mystic” … “of a deeply religious nature.” (New York Times Obituary, April 19, 1955)
.
এবার বলুন, আইনস্টাইনিয়ান রেলেটিভ ফিজিক্স কতটা গ্রহনযোগ্য!/? তিনি যেটাকে ফিজিক্স বলে জোর দিয়েছেন, সেটা মূলত প্রাচীন Occult belief system ছাড়া কিছুই নয়। এই এসোটেরিক নলেজ যুগে যুগে শয়তান মানুষের কাছে বিভিন্নভাবে দিয়েছে। নিকৃষ্টতম কাফেররা যা বিশ্বাস করে এবং বলে, এটা তাই! তিনি 'মাইন্ড এক্সারসাইজে'র দ্বারা কি তবে.... (?), ইনভিজিবল কমিউনিটিও আছে যা তাকে একাকিত্বের অনুভূতি থেকে দূরে রাখে! যদি তার কথা গুলোর অরিজিন গুপ্তবিদ্যা/অধিবিদ্যার না হত তবে সেটা যাচাই পূর্বক গ্রহণযোগ্যতার দাবি রাখত। আফসোস হয়, আমাদের Fellow Brainless brainwashed, মূর্খ ভাইবোনদের দেখে, যারা এই insects of Hell গুলোর কথায় রোমাঞ্চিত হয়,প্রলুব্ধ হয় এবং অন্ধভাবে অনুসরণ করে। এদের দ্বারা বলা প্রকৃতির নীতি গুলো নিয়ে বুদ হয়ে থাকে, সাররিয়েল ফ্যান্টাসির মধ্যে থাকে এবং একে কেন্দ্র করেই সকল চিন্তাভাবনা করে। অবাক হই যখন দেখি, এদেরকেই প্রিয় ব্যক্তিত্বের তালিকার প্রথমে রাখে! How Stupid is that!
.
বিঃদ্রঃ আইনস্টাইনের কথা গুলোর দলিলের বিশুদ্ধতার ব্যপারে, আমি জ্ঞাত আছি। এমনকয়েকটি উক্তিও আছে যার দলিল পাওয়া যায় না। সেসব বাদ দিলেও সামগ্রিকভাবে তার আকিদা অপরিবর্তিত অবস্থাতেই পাওয়া যায়, তাই, আশা করব তার মোডারেট অনুসারীরা যেন এরকম বলা শুরু না করে যে, অমুক উক্তিটি জঈফ, অমুক উক্তিটা জাল
.
যাহোক...Moving forward.
.
*
আরেকটি মৌলিক কুফরি আকিদা হচ্ছে রিইনকারনেশন বা পুনঃজন্মবাদ
বা Transmigration of soul! আপনারা জানেন আমাদের পাশের শয়তানের পূজারীরা অর্থাৎ হিন্দুবৌদ্ধরা অনেক আগে থেকেই এরকম আকিদা লালন করে। শুধু তারাই নয়, সকল মিস্টিক্যাল অকাল্ট পাথ এই বিষয়টিকে স্বীকৃতি ও বিশ্বাস করে। এটা শুধু বিশ্বাস করেই বসে থাকে না, এর যৌক্তিকতাও বিভিন্নভাবে বের করার চেষ্টা করে। দেখুনঃ https://m.facebook.com/groups/385459651564845?view=permalink&id=822875554489917&refid=18&_ft_=qid.6508153160136656076%3Amf_story_key.822875554489917%3Atop_level_post_id.822875554489917%3Atl_objid.822875554489917&__tn__=%2AW-R
.
https://m.facebook.com/photo.php?fbid=10207752940654417&id=1620624003&set=gm.822877347823071&refid=18&_ft_=qid.6508152412818129575%3Amf_story_key.907099316067540%3Atop_level_post_id.907099316067540%3Atl_objid.907099316067540&__tn__=C-R
.
একে অস্বীকার করে এরকম প্যাগান যাদুকর বা আধ্যাত্ববাদীরা দুর্লভ।
_______________চলবে
[সতর্কবার্তাঃউপরে যা যা পড়লেন তা একটা অন্ধকার অপবিদ্যার জগতের গুপ্তকথার ক্ষুদ্রতম ফ্র‍্যাকশ্যন। সংগত অনেক কিছুই গোপন রাখছি, Occultism/সর্সারির কোন একটা বিষয়ে যদি কেউ বিশ্বাস করেন তবে, আল্লাহ ও তার রাসূলগন যা আনয়ন করেছেন তাতে সে মিথ্যারোপ করল এবং কাফের হয়ে গেল। একসিন্ধু আলোচনা ছোট নদীর উপরে প্রবাহিত করলে যা হয় হয়ত এখানেও তাই হয়েছে। অনেকেই কিছুই বোঝেন নি। না বোঝাই উত্তম, ইগ্নোরেন্স ইজ ব্লিশ। যারা বোঝেন না তাদের বুঝতে যাবার দরকার নেই । শুধু পড়ে যান। এতটুকুন জানুন, আল্লাহর ওয়াদা সত্য। এই পোস্টের কন্টেন্টে বহু রেফারেন্স আর লিংক দ্বারা পূর্ন, যাতে সাধারনের প্রবেশ একপর্যায়ে পথভ্রষ্টতার দিকে নিয়ে যেতে পারে। যাদের মধ্যে তাওহীদের ইল্ম অপূর্ণাঙ্গ তাদের মধ্যে হক্ক বাতিল চেনার মাপকাঠিও অপূর্ণাঙ্গ। তাই সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ করি, সেসব নিয়া ঘাটাঘাটি করা থেকে। মূর্খ জ্ঞানহীন ব্রেইনলেস ব্রেইনওয়াশরা যাকে জ্ঞান বিজ্ঞানের আধার মনে করে, তাদের কাছে অপবিদ্যা তথা অপবিজ্ঞানকে সমূলে দলিলসহ উপস্থাপনের জন্যই এই পর্বভিত্তিক লেখনী। আজ একজনকে দেখেছেন। কাল আরো অনেককে পাবেন। ঐতিহাসিক দলিলসহ আলোচনা হবে ইনশাআল্লাহ। যারা নিজেদের অন্তরের কুফরের ব্যপারে স্পষ্ট , যাদের অন্তর ব্যধি দ্বারা পরিপূর্ণ তারা এর দ্বারা উন্নততর কুফরের পথ পাবে। তারাই এসব বিষয় ঘাটতে ও বুঝতে চেষ্টা চালাবে। জাদুবিদ্যা থেকে সাবধান।। বস্তুত যারা সেসব চর্চা করে, এবং আল্লাহকে অস্বীকার করে,পরকালে তাদের কোন অংশ নেই। ওরা থাকবে অনন্ত প্রজ্জ্বলিত শিখার গভীরতম তলে।]















No comments:

Post a Comment